শব্দদূষণে অতিষ্ঠ জয়পুরহাটবাসী
১৬ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম
জয়পুরহাট শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু করে পাচুর মোড় অর্থাৎ জিরো পয়েন্ট পর্যন্ত দৈনিক ইনকিলাবের সরেজমিনে টানা তিন-চার দিনব্যাপী পরিদর্শনে দেখা গেছে বেলা বাড়ার সাথে সাথে শব্দ দূষণের মাত্রাও বেড়ে যায়। জয়পুরহাট শহরের এই প্রধান সড়কে ভারী যানের মধ্যে রয়েছে আন্তজেলা চলাচলকারী বাস, ট্রাক ও বিভিন্ন কোম্পানির পিকআপ ভ্যানসহ তিন চাকার অটো রিকশা এবং মোটরসাইকেল লক্ষ্য করে দেখা গেছে, বাস ও মোটরসাইকেল বিনা প্রয়োজনে যত্রতত্র হর্ন ব্যবহার করা হচ্ছে যা বিব্রত করছে সকল পথচারীকে বিশেষ করে শারীরিকভাবে ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও প্রাইমারি, মাধ্যমিক স্কুলের চলাচলরত শিক্ষার্থীরা মেডিকেল সাইন্সের মতে মানবদেহে ৪০ থেকে ৫০ ডেসিবেল উৎপন্ন করা শব্দ সহনীয়। কিন্তু এটি যদি ৬০ ডেসিবেল থেকে ১২০ ডেসিবেল উৎপাদনকৃত শব্দ বিকট আকার ধারণ করে।
যা মানব দেহের নার্ভ সেন্টার আঘাত করে এবং একজন ব্যক্তি ৬০ বা ৬৫ ডেসিমেল শব্দে এ সাময়িকভাবে বধির হতে পারে। কিন্তু ইহা যখন ৭০ ডেসিবেল ক্রস করে তখন একজন ব্যক্তি স্থায়ীভাবে বধির হতে পারে ও ও মস্তিষ্কের চরম ক্ষতি করে। এছাড়াও বাংলাদেশে
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ আইনের ১৮ বিধি অনুসারে, উপরে উল্লেখিত বিধিসমূহ লংঘনের ক্ষেত্রে অপরাধী প্রথম অপরাধের জন্য ১ মাস কারাদণ্ডে বা ৫ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে এবং পরবর্তী অপরাধের জন্য ৬ মাস বা ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
বিকট সাউন্ড এর ফলে একজন হৃদরোগী ও উচ্চ রক্তচাপের রোগীর স্টক পারে এমনটিই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। প্রায়ই দেখা যায় শহরের অলিতে গলিতে মোটরসাইকেলের মহড়া এবং হর্ন বাজিয়ে আনন্দে মেতে উঠছেন আরোহীরা। অন্যদিকে আতঙ্কে থাকেন পথচারী ও আবাসিক এলাকার বাসিন্দা। এ বিষয়ে জামান প্রি ক্যাডেট স্কুলে পড়ুয়া শিক্ষার্থীর মা আইরিন সুলতানা সুমা বলেন আমি আমার সন্তানকে স্কুল নিয়ে যাওয়া ও নিয়ে আসার সময় দুই কানে হাত দিয়ে সন্তানকে নিয়ে আসি।
কারণ হঠাৎ করেই হর্নের শব্দে আমি চমকে উঠি তাহলে আর আমার সন্তানের কথা কি বলব? তিনি আরো বলেন, অযথা হর্ন বাজানোর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া উচিত। অন্যদিকে নতুন হাটের বাসিন্দা
আবু রায়হান বলেন একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই
নতুনহাটে বিশেষ করে শনিবারে গরুর হাটে আশা বিভিন্ন এলাকা থেকে ভটভটি যে পরিমাণ শব্দ দূষণ করে অল্পদিনের মধ্যেই এই এলাকার মানুষ শ্রবণ প্রতিবন্ধী হয়ে যাবে। তিনি আরো বলেন অটো ভ্যান ও ভটভটিতে কোন আইনে তারা হর্ন ফিট করেছে? এটা আমার জয়পুরহাটের প্রশাসনের কাছে প্রশ্ন? অন্যদিকে ঢাকাগামী এস আর পরিবহনের এক চালকে হর্ন বাজানোর ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি এ ব্যাপারে বলতে চাননি। এদিকে আবার বগুড়া থেকে আগত জয়পুরহাট বাসস্ট্যান্ডে আসা এক বাস ড্রাইভারকে হর্ন বাজানোর ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন যানজট থাকলে হর্ন দিতে হয়।
ক্ষেতলাল উপজেলার দাসরা খানপাড়ার বাসিন্দা মো. আলাল হোসেন পাচুর মোড়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, একমাত্র প্রশাসনই হর্ন বাজানো নিয়ন্ত্রণ করতে পারে আমাদের করার কিছু নেই। জয়পুরহাটের গণমাধ্যম ও সমাজকর্মী মো. ওমর আলী বাবু বলেন শব্দ দূষণের দায়ভার শুধুমাত্রই প্রশাসনের নয় তারা তাদের আইন প্রয়োগ করবে অন্যদিকে সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।
এ ব্যাপারে জয়পুরহাট বিএড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. নুরুজ্জামান লিটন বলেন শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য মূলত প্রশিক্ষিত , দক্ষ পরিবেশবান্ধব চালকদের বিকল্প নেই আর এটি তৈরি করার দায়িত্ব রাষ্ট্রের। অন্যদিকে জয়পুরহাট জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আরাফাত হোসেন বলেন শব্দ দূষণ সম্পর্কে আগে জনসচেতনতা বাড়াতে হবে এবং ট্রাফিক পুলিশদের এ অপরাধের জন্য দৃশ্যমান শাস্তি প্রদান করতে হবে তাহলে আমার মনে হয় বিনা কারণে হর্ন দেওয়ার প্রণতা কমে যাবে।
শব্দ দূষণের কুফল সম্পর্কে দৈনিক ইনকিলাব জয়পুরহাটে সিভিল সার্জন ডাঃ মো. রুহুল আমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন
শব্দ দূষণের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শিশু ও বৃদ্ধরা এছাড়াও তিনি বলেন অতিরক্ত শব্দের হলে মানুষের শ্রবণশক্তি কমে যায় এবং মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে এমনকি ক্রনিক মাথা ব্যথা ও হতে পারে তাছাড়া একজন মানুষ দীর্ঘদিন শব্দের মধ্যে থাকলে তার দেহে উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে।
দৈনিক ইনকিলাব এ বিষয়ে কথা বলার জন্য জয়পুরহাট জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওহাব সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
অন্যদেরকে জাপান সদরের ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ আহমদ বলেন শব্দ দূষণের জন্য আমরা ট্রাফিক পুলিশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই এ বিষয়ে অতীতে তেমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি তবে এখন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে নিয়ম অনুসারে ব্যবস্থা নিব।
এর আগে বিনা কারণে হর্ন বাজানোর অপরাধে কাউকে শাস্তি দেওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন এ বিষয়ে নিশ্চিত নন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ