বুড়ির বাঁধে মাছ ধরতে এসে হতাশ হাজারো মানুষ
১৬ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম
ঠাকুরগাঁওয়ের শুক নদীর তীরে বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার ধুম পড়েছে। তবে মাছ ধরতে আসা অনেকের অভিযোগ, এবার মাছ তেমন পাওয়া যাচ্ছে না। রাত থেকে জাল ফেলেও কাঙ্খিত মাছ পাচ্ছেন না কেউ। দেশীয় প্রজাতির মাছ নেই বললেই চলে। গত কয়েক বছর আগেও এ বাঁধে প্রচুর দেশি মাছ ধরা পড়ত, কিন্তু এখন মাছ নেই। কারেন্ট জাল, রিং জালের কারণে দেশীয় মাছ বিলুপ্তির পথে।
খেওয়া জাল, পলো আর মাছ রাখার পাত্র খালই নিয়ে ভোর থেকেই এ এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ।
জেলার সদর উপজেলার চিলারং ও আকচা ইউনিয়নের শুক নদীর তীরে বুড়ির বাঁধ সেচ প্রকল্পটি নির্মাণ করা হয় ১৯৫১-৫২ সালের দিকে। বাঁধটির সামনে একটি অভয়াশ্রম আছে। প্রতি বছর একটি নির্ধারিত সময়ে বাঁধটি ছেড়ে দেওয়ার পরে দু’থেকে তিন দিন পর্যন্ত চলে মাছ ধরার উৎসব। এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
গতকাল বিকেলে বাঁধের গেট খুলে দেয়ার পরই মাছ ধরতে নেমে পড়েন হাজার হাজার মানুষ। এভাবে আগামী কয়েকদিন হই হুল্লোড় করে মাছ ধরবেন তারা।
কেউ ভেলায়, কেউ ছোট নৌকায় করে মাছ ধরছেন। আর বাঁধে দাঁড়িয়ে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন বন্ধু-বান্ধব ও স্বজনরা। দিনাব্যপী মাছ ধরার জন্য আশপাশের কয়েক গ্রামের ও জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এসেছেন নদীর তীরে। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ সবাই নেমে পড়েছেন মাছ ধরতে।
কারও হাতে খেওয়া জাল, কারও হাতে লাফি জাল, কারও হাতে পলো। অনেকে আবার খালি হাতেই চেষ্টা করছেন মাছ ধরতে। সব মিলিয়ে উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে শুক নদীর তীরে। গেট খোলার পর এখানে যে কেউ চাইলেই মাছ ধরতে পারে।
শুধু মাছ ধরতে নয়, অনেকে নদীর তীরে ভিড় করছেন মাছ কিনতেও। ক্রেতারা বলছেন, মাছের দাম অনেক বেশি। দেশীয় মাছ তো পাওয়া যায় না। এখানে যাও পাওয়া যাচ্ছে, দাম অনেক বেশি। পুঁটি মাছ ৩ থেকে ৪শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই অনেক ক্রেতাই মাছ না কিনেই বাড়ি ফিরছেন।
এ উৎসবকে ঘিরে বাঁধের বিভিন্ন জায়গায় বসেছে খাবারের হোটেল, ফলের দোকান, খেলনা ও প্রসাধনীর দোকান। বাইরে থেকে আসা মানুষের মোটরসাইকেল ও বাইসাইকেল রাখার জন্য তৈরি হয়েছে অস্থায়ী গ্যারেজও।
জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ১৯৫১-৫২ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচ সুবিধার জন্য এলাকায় একটি জলকপাট নির্মাণ করা হয়। জলকপাটে আটকে থাকা সেই পানিতে প্রতি বছর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর এ পোনাগুলোর দেখভাল করে আকচা ও চিলারং ইউনিয়ন পরিষদ (ইউপি)।
ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের বাসিন্দা মো. আলী বলেন, প্রতিবার আমি এখানে মাছ ধরতে আসি। বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক মানুষ আসেন মাছ ধরতে। সবাই মিলে মাছ ধরতে খুব ভালো লাগে। পুরো এলাকা মেলায় পরিণত হয়েছে। তবে গত দুই বছর ধরে তেমন মাছ পাওয়া যাচ্ছে না। আগে অনেক মাছ পাওয়া গেলেও এখন দেশীয় মাছের আকাল।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, ৫০ একর এলাকাজুড়ে শুক নদীর ওপর নির্মিত বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম। প্রতিবছর নির্দিষ্ট সময়ে ছেড়ে দেওয়া হয় এই বাঁধের পানি। তখন জনসাধারণের মাছ ধরার অনুমতি দেয়া হয়। এ বাঁধে দেশীয় প্রজাতির প্রচুর মাছ পাওয়া যায়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া বলেন, ১৯৫১-৫২ সালের দিকে বুড়ির বাঁধ সেচ প্রকল্পটি নির্মাণ করা হয়। বাঁধটির সামনে একটি অভয়াশ্রম আছে। প্রতি বছর বাঁধটি ছেড়ে দেওয়ার পর এখানে অনেক মানুষের সমাগম ঘটে। যারা এখানে মাছ ধরতে আসেন। আমরা মনে করছি, এর মাধ্যমে আমিষের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ