খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস বন্ধ
১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম
খুলনা-কলকাতার দূরত্ব ১৭৫ কিলোমিটার। এই পথকে সুখময় করতে ২০১৭ সালের ১৬ নভেম্বর চালু হয় বন্ধন এক্সপ্রেস ট্রেনটি। প্রতি বৃহস্পতিবার ও রোববার চলতো এটি। গত বছর ৫ আগস্ট অফিসিয়ালি বন্ধ হয় বন্ধন এক্সপ্রেস। ফলে খুলনাসহ এর পাশের যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশেষ করে অসুস্থ রোগী। যারা নিয়মিত চিকিৎসা নিতেন ভারত থেকে তারা মহা বিপাকে। রেল কর্তৃপক্ষ বলছেন, চালুর বিষয়ে কোন সিদ্ধান্ত জানা নেই তাদের।
জুলাই-আগস্টের গণআন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ে। ওই সময় দেশের উত্তাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সাথে সকল ট্রেন যোগাযোগ বন্ধ করে ভারত। এতে ভারতগামী যাত্রীদের দুর্ভোগ বাড়ে। গত ৫ আগস্ট সোমবার বিকালে ভারতীয় রেলওয়ের এক মুখপাত্রের বরাতে এমন খবর দিয়েছিল রয়টার্স ও ইকোনোমিক টাইমস।
জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করে তিনটি ট্রেন। এগুলো হচ্ছে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন।
রেলওয়ে সূত্রে জানাযায়, ২০১৭ সালের ৯ নভেম্বর বৃহস্পতিবার কলকাতার চিৎপুর স্টেশন থেকে ‘বন্ধন এক্সপ্রেস’ এর যাত্রা শুরু করেছিলো। ট্রেনটি যাত্রী বহন শুরু হয় একই বছরের ১৬ নভেম্বর থেকে। বাংলাদেশ রেলওয়ের দেওয়া সিডিউল অনুযায়ী বন্ধন চলাচলে ৪ ঘণ্টা ২০ মিনিট সময় ব্যয় হতো। তবে বেনাপোল রেল স্টেশনের কাস্টমস-ইমিগ্রেশনে প্রায় ১ ঘণ্টা সময় লাগায় যাতায়াতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সময় লাগতো বন্ধন যাত্রীদের।
বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ভারতীয়। প্রতি বৃহস্পতিবার ও রোববার ট্রেনটি চলতো। ১০টি কোচের মধ্যে ইঞ্জিন ও পাওয়ার কার ছাড়াও ৮ বগিতে আসন ছিলো ৪৫৬টি। এর মধ্যে এসি কেবিন ১৪৪টি ও এসি চেয়ার ৩১২টি। খুলনা থেকে কলকাতার দূরত্ব ১৭৫ কিলোমিটার।
খুলনা থেকে কলকাতায় নিয়মিত চিকিৎসা করতে যান খুলনার ব্যবসায়ী সোহাগ। তিনি বন্ধন এক্সপ্রেস ট্রেনের একজন নিয়মিত যাত্রী। তিনি জানান, জুলাই মাসে ছাত্র-জনতা গণআন্দোলনের শুরু হলেই বন্ধন এক্সপ্রেস ট্রেন বন্ধ হয়ে যায়। আমি চিকিৎসার প্রয়োজনে নিয়মিত কলকাতায় যাই। কিন্তু এখন পথ ভেঙে ভেঙে যেতে হচ্ছে। ভিসার মেয়াদও এই মাসে শেষ হবে। এরপর ভিসা পাবো কিনা তাও বুঝতে পারছিনা। দিন দিন ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরো অবনতির দিকে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
ভারতীয় পাসপোর্টধারী পার্থ প্রতীম সঞ্জীব বলেন, আমি কলকাতার বাসিন্দা হলেও আমার আদি বাড়ি বাংলাদেশের খুুলনায়। বছরে কয়েকবার বন্ধন এক্সপ্রেস ট্রেনে চেপে খুলনায় যাতায়াত করি। জুলাই মাস থেকে বন্ধন এক্সপ্রেস বন্ধ হওয়ায় কলকাতা থেকে প্রথমে লোকাল ট্রেনে বনগা স্টেশন, তারপর ট্যাক্সিতে চেপে বর্ডারে যেতে হয়। বর্ডার পার হয়ে আবার ইজিবাইকে বেনাপোল ট্রেন স্টেশনে অথবা বাসে করে খুলনা যেতে হয়। এই ঝামেলা থেকে রেহাই পেতেই বন্ধনে যাত্রা করা হতো। কিন্তু এখন আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খুলনা রেলস্টেশনের টিকিট কাউন্টারে বন্ধন এক্সপ্রেসের টিকিট খুঁজতে আসা নগরীর বয়রা এলাকার রোকেয়া বেগম বলেন, এই জানুয়ারিতেই প্রথম ভারত যাবার পরিকল্পনা ছিলো। ভেবেছিলাম ট্রেন ভ্রমণ করে ভারতে যাবো। এখানে এসে তো টিকিট পেলাম না এবং শুনলাম ট্রেন বন্ধ। এখন বাই রোডে যেতে হবে।
খুলনা রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. আল-আমিন বলেন, গত ৫ আগস্ট অফিসিয়ালি বন্ধন এক্সপ্রেস ট্রেন বন্ধ হওয়ার সিদ্ধান্ত হলেও জুলাই মাসের আন্দোলন চলাকালেই বন্ধন এক্সপ্রেস বন্ধ করা হয়। জুলাই মাস থেকে এই ৬ মাসে অসংখ্যা যাত্রী ট্রেনের টিকিট নিতে এসে ফিরে গেছে। কবে নাগাদ বন্ধন এক্সপ্রেস পুনরায় চালু হবে সে বিষয়ে কোনো তথ্য এখনো আমাদের জানানো হয়নি।
তিনি আরো বলেন, খুলনা স্টেশন থেকে বাংলাদেশ রেলওয়ের বেনাপোলগামী দু’টি লোকাল ট্রেন এখনে চলছে। ভারতগামী যাত্রীরা এই ট্রেনেই যাতায়াত করছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড