বিপাকে অর্ধশতাধিক খেয়াঘাটের মাঝি
বিপাকে পরেছেন অর্ধশতাধিক খেয়াঘাটের মাঝি। নাব্যতা সঙ্কটে নদীর বুকে চর জেগে ওঠায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পয়েন্টে পদ্মার মাঝিরা আজ বেকার। এ অঞ্চলের নৌরুট দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া থেকে হরিরামপুর ও পাটুরিয়াঘাট হয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে কয়লা, ডিজেল, রাসায়নিক সারসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী জাহাজ, স্টিমার, বাল্কহেডসহ নানান ধরনের ভারি নৌযান চলাচল করছে অনেকটাই নদীর তীর ঘেঁষে। এতে নৌযানের ঢেউয়ের আঘাতে ভাঙন আতঙ্কে...