জকিগঞ্জে ভূমি উন্নয়ন কর পরিশোধে নানা দুর্ভোগ
সরকার অনলাইনে খাজনা পরিশোধ চালু করায় ঘুষ, দুর্নীতি অনিয়ম দূর হওয়ার কথা থাকলেও ভুমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীরা তাবহুগুন বাড়িয়ে দিয়েছেন। খাজনা দিতে আসা লোকজনের হয়রানীর অন্ত নাই। খাজনার অংকের ১০/২০ গুন বেশি দিতে হয়। বিক্রির জন্য খাজনা দিতে আসলে এ টাকার অংক আরোও বেড়ে যায়। ইছাপুুর মৌজায় ৩৬৮ খতিয়ানের ৪৮৯১ এক বিধবা মহিলার একুশ শতক জায়গা বারঠাকুরী ইউনিয়নের মৃত...