গুরুদাসপুরে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
নাটোরের গুরুদাসপুরে হেলালের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে চাঁচকৈড় ট্রাক ট্যাংক-লড়ি ও কাভার্ডভ্যান পরিবহন ইউনিয়ন ও এলাকাবাসি। গত বৃহস্পতিবার চাচঁকৈড় বাজারে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা চলে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।সমাবেশে নিহত হেলালের স্বজনরা হেলাল ও তার ছোট ভাই আহত শিশিরের রক্তমাখা পোশাক নিয়ে কাঁন্নায় ভেঙে পরেন। মানববন্ধন ও বিক্ষোবে হাজারো জনতার কন্ঠে ‘হেলাল...