শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত
১৭ মার্চ ২০২৩, ০৮:৩৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের উপর সন্ত্রাসী হামলা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার দুপুরে লাকসাম-চৌদ্দগ্রাম সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (লাইব্রেয়িয়ান) কামাল হোসেন জাল সনদ দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে চাকরি করে আসছেন। বিষয়টি জানতে পেরে বিদ্যালয় পরিচালনা কমিটি যাচাই বাছাই করে জানতে পারে সনদটি ভুয়া। এ ঘটনায় পরিচালনা কমিটি তার বেতন-ভাতা বন্ধ রাখেন এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। এর জের ধরে গত বুধবার সকালে শিক্ষক কামাল হোসেন, তার ভাই জামাল হোসেন, একই গ্রামের মাঈন উদ্দিনসহ ৪০/৫০ জন মুখোশধারী সন্ত্রাসী নিয়ে প্রধান শিক্ষক মোখলেছুর রহমানকে অফিস কক্ষে ডুকে অতর্কিত হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে শিক্ষক সামছুউদ্দিন, জসিমউদ্দিন, কর্মচারী আইয়ুব আলী, হারুন-অর-রশিদ, শিক্ষার্থী শুভ, জোবায়ের, শাওন, রিপাত আহত হয়। গুরুত্বর আহত প্রধান শিক্ষক মোখলেছুর রহমানকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান, অন্যথায় শিক্ষক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
অন্যদিকে একইদিন এ ঘটনার প্রতিবাদে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মজুমদার, প্রধান শিক্ষক পরিষদ সভাপতি আবুল কালম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপন, নাঙ্গলকোট উপজেলা শিক্ষক সমিতি বিটিএ সভাপতি ওবায়েদুল হক, চান্দগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক লিটন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী কামাল হোসেন ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামিকাল রবিবার উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এবং পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

সীমান্তের জিরো লাইনে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ের বৈঠক

টাইমস হায়ার র্যাঙ্কিংয়ে দেশ সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

হজ নিয়ে প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সউদী

পেহেলগামে হামলা: আসামে একদিনে আটক ৯ জন

ট্রাম্পের ক্ষমতার ব্যবহারকে ‘বাড়াবাড়ি’ মনে করছেন মার্কিনিরা, টাইমস/সিয়েনা জরিপ

ভারতের গণমাধ্যমের প্রতিবেদন কাল্পনিক, মানহানিকর ও অদায়িত্বপূর্ণ

পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত, আহত ৪

পাকিস্তানের পাল্টা পদক্ষেপে বিপাকে ভারতের এয়ারলাইনসগুলো

কালিগঞ্জে গরমে বেড়েছে তাল পাতার পাখার কদর

রোববার সিলেট টু ইউরোপ ১ম কার্গো ফ্লাইট চালু

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে

সিমলা চুক্তি স্থগিত হলে দুই দেশের সম্পর্ক কেমন হবে?

মিরসরাই-সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একদিনে ৩ জন নিহত

সৈয়দপুরে হাঁসফাঁস গরমে বেড়েছে শরবতের চাহিদা

আজ পোপ ফ্রান্সিসের শেষকৃত্য, যোগ দিচ্ছেন যারা

ধুলো দূষণে নাকাল ফরিদপুরের লক্ষাধিক মানুষ, দেখার কেউ নেই!

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত, উত্তীর্ণ ১৩২৫৮

বিএনপি, জামায়াত, এনসিপির দৌড়ঝাঁপ, জোটের নানা হিসাব

ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান সউদীর

শামির রেকর্ডের ম্যাচে ঘরের মাঠে ধরাশয়ী চেন্নাই