শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত
১৭ মার্চ ২০২৩, ০৮:৩৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের উপর সন্ত্রাসী হামলা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার দুপুরে লাকসাম-চৌদ্দগ্রাম সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (লাইব্রেয়িয়ান) কামাল হোসেন জাল সনদ দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে চাকরি করে আসছেন। বিষয়টি জানতে পেরে বিদ্যালয় পরিচালনা কমিটি যাচাই বাছাই করে জানতে পারে সনদটি ভুয়া। এ ঘটনায় পরিচালনা কমিটি তার বেতন-ভাতা বন্ধ রাখেন এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। এর জের ধরে গত বুধবার সকালে শিক্ষক কামাল হোসেন, তার ভাই জামাল হোসেন, একই গ্রামের মাঈন উদ্দিনসহ ৪০/৫০ জন মুখোশধারী সন্ত্রাসী নিয়ে প্রধান শিক্ষক মোখলেছুর রহমানকে অফিস কক্ষে ডুকে অতর্কিত হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে শিক্ষক সামছুউদ্দিন, জসিমউদ্দিন, কর্মচারী আইয়ুব আলী, হারুন-অর-রশিদ, শিক্ষার্থী শুভ, জোবায়ের, শাওন, রিপাত আহত হয়। গুরুত্বর আহত প্রধান শিক্ষক মোখলেছুর রহমানকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান, অন্যথায় শিক্ষক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
অন্যদিকে একইদিন এ ঘটনার প্রতিবাদে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মজুমদার, প্রধান শিক্ষক পরিষদ সভাপতি আবুল কালম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপন, নাঙ্গলকোট উপজেলা শিক্ষক সমিতি বিটিএ সভাপতি ওবায়েদুল হক, চান্দগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক লিটন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী কামাল হোসেন ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামিকাল রবিবার উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এবং পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
শরীয়তপুরে শ্যালকের হাতে দুলাভাই খুন
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
খালেদা জিয়ার ৪ চিকিৎসক ঢাকায় ফিরেছেন
ভোলা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন পানি সম্পদ সচিব
পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ, হুঁশিয়ারি ইরানের
সিরাজগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
২২ বছর পর বাবার দেখা পেলেন দুই মেয়ে
জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা
মিরাজের ব্যাটে প্লে অফে খুলনা
আসছে ইব্রাহিম-খুশির 'নাদানিয়ান; সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া
আগে রাস্ট্র সংস্কার পরে নির্বাচন ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে দিয়েছে : আফরোজা খান রিতা
মুসলমানদের বিভিন্ন দলে ভাগ করার চক্রান্ত চলছে: ধর্ম উপদেষ্টা
লাইফ সাপোর্টে পথ শিশু রোমান পাশে নেই জন্মদাতা পিতা!
মতলবের মেঘনায় মরা মাছ ভেসে ওঠার ঘটনায় তদন্ত কমিটি গঠন। উচ্চ পর্যায়ের তদন্ত টিমের পরিদর্শন
বরাদ্দকৃত শ্রেণিকক্ষের দাবিতে ইবির ফিজিক্যাল এডুকেশন বিভাগের মানববন্ধন
নাটোরে বিদ্যুৎপিস্ট হয়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু
বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর ঢুকে পড়েছে: সংস্কৃতি উপদেষ্টা
১৬ দিন পর কার্গো বোটটি ছেড়ে দিল আরাকান আর্মি
'নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধান সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়'