খায়েজের চিকিৎসায় সাহায্যের আবেদন
সত্তর বছরের বৃদ্ধ খায়েজ আহমেদ। যে বয়সে বিশ্রামে অবসর-অবকাশে ঝামেলাহীন মুক্ত জীবন-যাপন করার কথা। সেই বয়সে জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ও ডাক্তারের পিছু পিছু চুটছেন অবিরত। কখনো দেশে আবার কখনো বিদেশে ছুটছেন সুস্থ জীবনের আশায়। কিন্তু না দীর্ঘদিন চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হতে পারেননি।
খায়েজ আহমেদ ভারতের ভেলরে খৃস্টান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আগরতলার জিবি ক্যান্সার হাসপাতালে কিছু দিন চিকিৎসা...