কুপিয়ানস্কে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী
১১ আগস্ট ২০২৩, ১১:১২ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ :: মার্সেনারীদের প্রশিক্ষণ শিবিরে ‘টর্নেডো’ হামলা রাশিয়ার :: ইউক্রেনকে আএরা ১৩ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র :: বিশেষ অভিযানের আগে কিয়েভ ২০টি দেশ থেকে অস্ত্র পেয়েছে :: ইউক্রেন সমস্ত আঞ্চলিক সামরিক নিয়োগ প্রধানদের বরখাস্ত করবে -জেলেনস্কি
ইউক্রেনীয় কর্তৃপক্ষ উত্তর-পূর্বের ৩৭টি বসতি থেকে সমস্ত বেসামরিক নাগরিকদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কারণ রাশিয়া সেখানে তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক জেলার কর্তৃপক্ষ বলেছে যে, এ অঞ্চলে ‘রাশিয়ার নিরবচ্ছিন্ন গোলাগুলির’ কারণে তাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
বৃহস্পতিবার রুশ বাহিনীর ছোড়া গোলায় এক নারীর মৃত্যু হয় বলে দাবি করে ইউক্রেন। রাশিয়া জানিয়েছে, তাদের হামলার মুখে সেখানে পিছু হটেছে ইউক্রেনীয় বাহিনী। কুপিয়ানস্ক বিভাগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, দুটি শহর ও ৩৫টি গ্রামের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এখনো সেখানে যারা রয়ে গেছেন তাদের প্রতি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ বলেছে, ‘আপনার নিজের এবং প্রিয়জনের নিরাপত্তা উপেক্ষা করবেন না’। তারা জানিয়েছে, সরিয়ে নেয়া বাসিন্দাদের ইউক্রেনের ‘নিরাপদ’ অঞ্চলে রাখা হচ্ছে।
কুপিয়ানস্কের কিভসারিভকা গ্রামের ৩৬ বছর বয়সী নারী বাসিন্দা আন্না কোরেস বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি তার সন্তানদের নিয়ে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তার স্বামী নিজ বৃদ্ধা মায়ের জন্য থেকে যাবেন। তিনি বলেছেন, ‘তাদের রেখে চলে যাওয়ার বিষয়টি খুবই কঠিন। কিন্তু পরিস্থিতি যেহেতু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, তখন শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
নিজেদের সর্বশেষ বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলাকারী বাহিনী কুপিয়ানস্কে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সমর্থ হয়েছে। তবে ইউক্রেন এ দাবি প্রত্যাখ্যান করেছে। কুপিয়ানস্কে এবারই প্রথমবার বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়নি। গত মার্চেও শিশু ও শারীরিকভাবে অক্ষমদের এ বিভাগ ছাড়তে বলা হয়েছিল। ওই সময়ও রুশ বাহিনী সেখানে গোলাবর্ষণ বাড়িয়ে দিয়েছিল।
কুপিয়ানস্ক রসদ পরিবহনসহ বিভিন্ন কারণে বেশ গুরুত্বপূর্ণ। ২০২২ সালের ফেব্রæয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার নির্দেশ দেয়ার কয়েকদিনের মধ্যেই কুপিয়ান্সক দখল করেছিল তার সেনারা। কিন্তু গত বছর সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনীর অপ্রত্যাশিত পাল্টা আক্রমণে রুশ সেনারা পিছু হটতে বাধ্য হয়েছিল।
কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে এই বিস্ফোরণের উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের আগে দেশটির বিমানবাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে একটি কেএইচ-৪৭এম২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপারে সতর্কতা দেয়া হয়।
গার্ডিয়ান জানিয়েছে, বিস্ফোরণের সময় গাড়ির ভেতর থাকা সতর্কতামূলক সাইরেনগুলো বাজতে থাকে আর সাধারণ মানুষকে আশ্রয় নেওয়ার জন্য বাঙ্কারের দিকে ছুটে যেতে দেখা যায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে সতর্কতা দিয়ে লেখেন, ‘শহরে বিস্ফোরণ, দয়া করে আশ্রয় কেন্দ্রে থাকুন।’ শহরের সামরিক প্রশাসন জানায়, তাদের রকেট বিধ্বংসী ব্যবস্থা কাজ করছিল। পরবর্তীতে মেয়র ভিতালি ক্লিচকো জানান, শুক্রবার সকালে রাজধানীতে হামলা চালানোর চেষ্টা করেছিল রাশিয়া। কিন্তু তাদের এ হামলা প্রতিহত করে দেয়া হয়েছে। কিন্তু প্রতিহত করা রকেটের ধ্বংসাবশেষ শহরের কয়েকটি জায়গায় আছড়ে পড়েছে।
মার্সেনারীদের প্রশিক্ষণ শিবিরে ‘টর্নেডো’ হামলা রাশিয়ার : লুহানস্কে ইউক্রেনের বিদেশী ভাড়াটে সৈন্যদের প্রশিক্ষণ শিবিরে টর্নেডো-এম মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার ব্যাটলগ্রæপ সাউথের সার্ভিসম্যানরা বৃহস্পতিবার এ হামলা চালায়। গতকাল ব্যাটলগ্রæপের মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ এ তথ্য জানিয়েছেন। ‘একটি টর্নেডো-এম মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেমের ক্রু সেই এলাকায় আঘাত হানে যেখানে বিদেশী ভাড়াটেরা লুহানস্ক পিপলস রিপাবলিকের নিকোলায়েভকার একটি মাঠে প্রশিক্ষণ নিচ্ছিল,’ তিনি বলেছিলেন।
ইউক্রেনকে আরো ১৩ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র : বৃহস্পতিবার প্রকাশিত একটি নথি অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিয়েভ সরকারকে জরুরি সামরিক সহায়তার জন্য অতিরিক্ত ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি ডলার এবং ইউক্রেন এবং অন্যান্য দেশে অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তার জন্য ৮৫০ কোটি ডলার বরাদ্দ করার জন্য কংগ্রেসকে অনুরোধ করেছে।
‘চ‚ড়ান্ত সম্পূরক তহবিলের অনুরোধ পত্র’ শিরোনামের ওই নথিতে বলা হয়েছে যে, ‘প্রশাসন পরিপূরক নিরাপত্তা, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা তহবিল অনুরোধ করছে যা ইউক্রেন এবং সেইসাথে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান দ্বারা প্রভাবিত হওয়া দেশগুলো ও বিশ্বব্যাপী দুর্বল জনগোষ্ঠীকে’ সমর্থন করবে। তবে সেসব দেশের তালিকা দেয়া হয়নি। নথিতে বলা হয়েছে যে অন্যান্য বিষয়গুলির মধ্যে, মার্কিন প্রশাসন ‘ইউক্রেনের পরিস্থিতির প্রতিক্রিয়া হিসাবে বেশ কয়েকটি বড় কার্যক্রমের জন্য প্রতিরক্ষা দফতরের কাছে ৯৯০ কোটি ডলারের অনুরোধ করছে।’ এর মধ্যে ৪৫০ কোটি ডলার চাওয়া হয়েছে ‘ডিওডি স্টক থেকে প্রতিরক্ষা নিবন্ধগুলি প্রতিস্থাপন’, প্রতিরক্ষা পরিষেবাগুলির জন্য প্রতিদান এবং ইউক্রেন সরকারকে দেয়া সামরিক শিক্ষা, প্রশিক্ষণ এবং গোলাবারুদ ও সরঞ্জাম উৎপাদন বৃদ্ধি করার জন্য’।
কিয়েভ সরকারের জন্য প্রস্তুতকারক ও অংশীদারদের কাছ থেকে অস্ত্র কেনার জন্য ইউক্রেন নিরাপত্তা সহায়তা উদ্যোগের জন্য ৫০০ কোটি ডলার বরাদ্দ করা হবে। তহবিলের একটি অংশ কর্মীদের তহবিল এবং অপারেশনাল সহায়তার জন্য নির্দেশিত হবে, যেমন গোয়েন্দা বিশ্লেষণ। সামগ্রিকভাবে, বাইডেন প্রশাসন ৪ হাজার কোটি ডলার মূল্যের অতিরিক্ত তহবিলের অনুরোধ করেছে। এর প্রায় অর্ধেক ইউক্রেন-সম্পর্কিত ব্যয়ের জন্য পরিচালিত হবে। বাকিটা যুক্তরাষ্ট্রের ভ‚খÐে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় (১ হাজার ২০০ কোটি), সীমান্ত সুরক্ষা (৪০০ কোটি) এবং অভিবাসীদের বাসস্থান (২২০ কোটি) অর্থায়নে যাবে।
বিশেষ অভিযানের আগে কিয়েভ ২০টি দেশ থেকে অস্ত্র পেয়েছে : তদন্ত কমিটির প্রেস সার্ভিস জানিয়েছে, রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করার আগে ইউক্রেন ১৬টি ন্যাটো সদস্যসহ ২০টি দেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ পেয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশেষ সামরিক অভিযান শুরুর আগে ২০টি দেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ প্রাপ্ত হয়েছিল, যার মধ্যে ১৬টি ন্যাটো সদস্য। এটি প্রতিষ্ঠিত হয়েছে যে, বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পরে এ জাতীয় সরবরাহ এবং সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। সরবরাহকারী দেশগুলিকে চিহ্নিত করা হয়েছে’। ইউক্রেন উচ্চতর যুদ্ধ পরামিতি এবং দীর্ঘ পরিসীমাসহ অস্ত্র পেতে শুরু করেছে।
আইসি বলেছে, ‘এগুলোর মধ্যে রয়েছে অ্যান্টি-ট্যাঙ্ক এবং ম্যান-পোর্টেবল অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল সিস্টেম, আর্টিলারি সিস্টেম, হাউইটজার, একাধিক রকেট লঞ্চার, সাঁজোয়া যান, ট্যাঙ্ক, হেলিকপ্টার, মনুষ্যবিহীন আকাশযান এবং আন্ডারওয়াটার এবং সারফেস ড্রোন।
ইউক্রেন সমস্ত আঞ্চলিক সামরিক নিয়োগ প্রধানদের বরখাস্ত করবে -জেলেনস্কি : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন যে, দুর্নীতির বিষয়ে উদ্বেগের মধ্যে ইউক্রেনের সমস্ত আঞ্চলিক সামরিক নিয়োগ কেন্দ্রের প্রধানদের তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ সিস্টেমটি এমন লোকদের দ্বারা চালিত করা উচিত যারা জানে যে, যুদ্ধ কী এবং কেন যুদ্ধের সময় নিন্দাবাদ এবং ঘুষ দেয়া রাষ্ট্রদ্রোহিতা’। তিনি যোগ করেছেন যে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ, ভ্যালেরি জালুঝনি এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকবেন। সূত্র : তাস, দ্য গার্ডিয়ান, আল জাজিরা, বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ