গর্ভবতী নারীসহ নিহত ৮৫ নিরাপত্তার অভাবে রাফায় খাদ্য সরবরাহ বন্ধ করলো জাতিসংঘ :: আইসিসিকে নিষিদ্ধ করতে আলোচনা যুক্তরাষ্ট্র

জাবালিয়ায় বাড়ি-হাসপাতালে ও রাফায় হামলা

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২৩ মে ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ মে ২০২৪, ১২:০২ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়ায় মঙ্গলবার জোরালো হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সেখানে হাসপাতালে হামলা হয়েছে। স্থানীয় লোকজন জানান, ট্যাংক ও বিমান হামলায় ধ্বংস করা হয়েছে আবাসিক এলাকা। অন্যদিকে গাজার দক্ষিণে রাফায় ইসরাইলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় ইসরাইলের হামলায় গর্ভবতী নারী-অনাগত সন্তানসহ ৬২ জন নিহত হয়েছে।

এ মাসে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে একযোগে ইসরাইলি হামলার জেরে নতুন করে লাখো মানুষ উদ্বাস্তু হয়েছেন। মানবিক সহায়তা পৌঁছানোর পথ অনেকটাই রুদ্ধ করা হয়েছে। ফলে সেখানকার মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছেন। সপ্তাহ দুয়েক আগে জাবালিয়ায় জোরালো অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ৭৫ বছর আগে উদ্বাস্তুদের জন্য নির্মাণ করা একটি শিবিরের দোকানপাট ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় লোকজন জানান। ইসরাইলের অভিযোগ, ওই শরণার্থীশিবিরে হামাসের সদস্যরা লুকিয়ে আছেন। তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। যাতে তারা আবারও সংগঠিত হতে না পারে। ইসরাইলি বাহিনী জানিয়েছে, কয়েক দিনে গাজা উপত্যকায় ‘সন্ত্রাসীদের অন্তত ৭০টি লক্ষ্যবস্তু’ ধ্বংস করা হয়েছে। এর মধ্যে সামরিক স্থাপনা, অস্ত্র সংরক্ষণাগার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, নজরদারি-পোস্ট রয়েছে।

জাবালিয়ার কামাল আদওয়ান হাসপাতালে জরুরি বিভাগে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এ সময় সেখানকার স্বাস্থ্যকর্মীরা দ্রুত রোগীদের হাসপাতালের বাইরে সড়কে নিয়ে আসেন। হাসপাতালটির প্রধান হুসাম আবু সাফিয়া বলেন, হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। কয়েক সেকেন্ড পর সেখানে আরেকটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। আর তৃতীয় একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে পাশের একটি ভবনে। জাবালিয়ায় আল-আওদা হাসপাতালেও তৃতীয় দিনের মতো হামলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস সুইজারল্যান্ডের জেনেভায় বলেছেন, গাজার উত্তরাঞ্চলে এখন মাত্র দুটি হাসপাতালের কার্যক্রম চালু আছে। সেখানে এসব হাসপাতালের স্বাস্থ্যসেবা চালু রাখার নিশ্চয়তা দেওয়া খুবই জরুরি।

এদিকে দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিমান হামলায় তিন শিশুর প্রাণ গেছে। আর রাফায় একটি বাড়িতে হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। গাজার খুজা এলাকার এক বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেন, সব জায়গায় বোমা হামলা চালানো হচ্ছে। মানুষ ভীষণ ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। আতঙ্কে পালিয়ে যাচ্ছে।

এদিকে, মধ্য গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলায় এক গর্ভবতী নারী এবং তার অনাগত সন্তানসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে। বার্তাসংস্থাটি বলছে, নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাওয়াইদা এলাকায় বাস্তুচ্যুত লোকদের ভিড়ে বোমা হামলা করা হলে প্রাণহানির এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা আরও জানিয়েছে, গাজা শহরে ইসরাইলের চলমান হামলায় মঙ্গলবার সন্ধ্যায় অন্তত আরও আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

একজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে, শহরের দারাজ এলাকায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে যার বয়স এখনও এক বছর পূর্ণ হয়নি। অন্যদিকে শহরের তুফাহ পাড়ায় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় দুই নারী ও এক নাবালক শিশুসহ আরও চারজন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৫ জন নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এ ছাড়া গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন অন্তত ৭৯ হাজার ৯৯০ জন।

নিরাপত্তার অভাবে রাফায় খাদ্য সরবরাহ বন্ধ করলো জাতিসংঘ : জাতিসংঘের সংগঠন ইউএনআরডাব্লিউএ মঙ্গলবার জানিয়েছে, তারা রাফায় খাদ্য সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরবরাহ কমে যাওয়া ও নিরাপত্তাহীনতার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রগ্রামের মুখপাত্র জানিয়েছেন, গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেয়ার ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। মঙ্গলবার এক্সে দেয়া এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ জানিয়েছে— ২৪টি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ৭টি চালু ছিল। রাফা ও কারেম আবু সালেমে গত ১০ দিনে স্বাস্থ্যসেবা বন্ধ ছিল। কারণ প্রতিবন্ধকতা ছিল; রাফা ক্রসিং দিয়ে সরবরাহও পাওয়া যায়নি।

মূলত চলতি মাসের শুরুতে রাফা সীমান্তের ফিলিস্তিনি অংশ দখলে নেয় ইসরাইল। এরপর থেকে তারা সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দেয়; এতে অবরুদ্ধ এই অঞ্চলে মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহ বন্ধের কারণে শুধু রাফায় নয়, গাজা উপত্যকাজুড়ে ফিলিস্তিনিদের ওপর বিপর্যয় নেমে এসেছে। ইসরাইলি বাহিনী রাফা ক্রসিং বন্ধ করার পরের সময়কে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ‘আমরা (প্রতিবেদক) দুই সপ্তাহের বেশি সময় ধরে গাজা উপত্যকায় প্রবেশ করার বিষয়ে কথা বলছি।’

জাতিসংঘের ঊর্ধ্বতন ত্রাণ কর্মকর্তা এডেম ওসোর্নু নিরাপত্তা পরিষদকে বলেছেন, গাজার বাসিন্দাদের উল্লেখযোগ্য পরিমাণে সহায়তা দেয়ার জন্য পর্যাপ্ত সরবরাহ ও জ্বালানি নেই। তিনি বলেন, ‘গাজায় কী ঘটছে; তা বর্ণনা করার জন্য আমাদের শব্দ ফুরিয়ে যাচ্ছে। আমরা এটিকে পৃথিবীর নরক হিসেবে, একটি বিপর্যয়, একটি দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করেছি।’ তিনি বলেছিলেন, রাফা ক্রসিং বন্ধ হওয়ায় কমপক্ষে ৮২ হাজার টন সহায়তা সরবরাহ করা যায়নি। সে সময় আবু সালেম ক্রসিংয়ে প্রবেশাধিকার ‘শত্রুতা, চ্যালেঞ্জিং লজিস্টিক অবস্থা এবং জটিল সমন্বয় পদ্ধতির’ কারণে সীমিত ছিল।

আইসিসিকে নিষিদ্ধ করতে আলোচনা যুক্তরাষ্ট্র : আইসিসি-র চিফ প্রসিকিউটার করিম খানের ইসরাইলের প্রধানমন্ত্রী এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধের পরিপ্রেক্ষিতে এই আলোচনা শুরু হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট এবং তিন হামাস নেতা হানিয়েহ, সিনওয়ার ও দাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন করিম খান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আইসিসি-র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে রিপাবলিকানদের সঙ্গে একযোগে কাজ করতে আমি রাজি।’ রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম প্রশ্ন করেছিলেন, ‘আইসিসি-র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার জন্য মার্কিন কংগ্রেসের দুই দল যদি একসঙ্গে উদ্যোগ নেয়, তাহলে আপনি কি তা সমর্থন করবেন?’ বাইডেন জবাব দেন, ‘আমি আপনাদের সঙ্গে কাজ করতে রাজি।’ এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনও একই কথা জানান। বাইডেন জানিয়েছেন, ‘করিম খানের সিদ্ধান্ত ভুল। ইসরাইল ও হামাসের তুলনা চলে না।’ তার মতে, ‘এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে, যুদ্ধবিরতি ও পণবন্দিদের মুক্তি দেয়া নিয়ে ইসরাইল ও হামাস নেতাদের মধ্যে চুক্তিতে পৌঁছানোও কঠিন হয়ে পড়বে।’ এরপরই ইসরাইল মঙ্গলবার সব সভ্য দেশকে করিম খানের এ সিদ্ধান্তের নিন্দায় সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছে। ইসরাইল সরকারের মুখপাত্র হেইনরিশ বলেছেন, ‘আমরা সভ্য ও স্বাধীন দেশগুলির কাছে অনুরোধ করছি, যারা সন্ত্রাসবাদকে ঘৃণা করে, তারা যেন ইসরাইলের পাশে দাঁড়ায়। আপনাদের উচিত, এই পদক্ষেপের নিন্দা করা।’

মুখপাত্র বলেছেন, ‘আইসিসি যাতে আপনাদের মনোভাব বুঝতে পারে, সেটা নিশ্চিত করুন। প্রসিকিউটারের সিদ্ধান্তের বিরোধিতা করুন। যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, আপনারা তা রূপায়ণ করবেন না। কারণ, এটা শুধু আমাদের নেতার বিরুদ্ধাচরণ নয়, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন।’ হাইনরিশ গাজায় ইসরাইলের অভিযানকে সমর্থন করে বলেছেন, ‘হামাসের সন্ত্রাসবাদের মোকাবিলায় এটা জরুরি ছিল।’ হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরাইল ও অন্য কয়েকটি দেশ। জার্মানির চ্যান্সেলর শলৎসের মুখপাত্র জানিয়েছেন, ইসরাইল ও হামাসকে তুলনা করার তীব্র নিন্দা করছে জার্মানি। কোনোভাবে এই তুলনা হতে পারে না। সূত্র : আল-জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে বেবী নাজনীন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে বেবী নাজনীন

ইংল্যান্ডকে নিয়েই সুপার এইটে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে নিয়েই সুপার এইটে অস্ট্রেলিয়া

উখিয়ায় 'আরএসও' সদস্যকে 'আরসা' সন্ত্রাসীর গুলি করে হত্যা

উখিয়ায় 'আরএসও' সদস্যকে 'আরসা' সন্ত্রাসীর গুলি করে হত্যা

স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৬ ক্যাচ মিস নিয়ে শোরগোল

স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৬ ক্যাচ মিস নিয়ে শোরগোল

মাঠে নেমেই ইয়ামালের ইতিহাস

মাঠে নেমেই ইয়ামালের ইতিহাস

৯ জনের মায়ামির নাটকীয় জয়

৯ জনের মায়ামির নাটকীয় জয়

'বৃষ্টি' ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইট স্বপ্ন উজ্জ্বল করল ইংল্যান্ড

'বৃষ্টি' ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইট স্বপ্ন উজ্জ্বল করল ইংল্যান্ড

শুরুর ধাক্কা সামলে ইতালির স্বস্তির জয়

শুরুর ধাক্কা সামলে ইতালির স্বস্তির জয়

২৩ সেকেন্ডেই জালের দেখা! ইউরোর দ্রুততম গোলের রেকর্ড

২৩ সেকেন্ডেই জালের দেখা! ইউরোর দ্রুততম গোলের রেকর্ড

ইয়ামাল-কারভাহালের দুই 'বিপরীত' মাইলফলকের রাত

ইয়ামাল-কারভাহালের দুই 'বিপরীত' মাইলফলকের রাত

মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়ে শুভসূচনা স্পেনের

মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়ে শুভসূচনা স্পেনের

পশুবাহী গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

পশুবাহী গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

সিলেট বিভাগের ১০ উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ

সিলেট বিভাগের ১০ উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ

ঈদুল আযহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে

ঈদুল আযহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে

লালমনিরহাটে তিস্তার নদীর পানি হু হু করে বাড়ছে, বন্যার আশংখা

লালমনিরহাটে তিস্তার নদীর পানি হু হু করে বাড়ছে, বন্যার আশংখা

হরিরামপুরে কোরবানির গরুর শিংয়ের আঘাতে কৃষকের মৃত্যু

হরিরামপুরে কোরবানির গরুর শিংয়ের আঘাতে কৃষকের মৃত্যু

ইসলামের প্রতি আপত্তিকর চলচ্চিত্রের মুক্তি স্থগিত ভারতের শীর্ষ আদালতের

ইসলামের প্রতি আপত্তিকর চলচ্চিত্রের মুক্তি স্থগিত ভারতের শীর্ষ আদালতের

বোয়ালমারীতে উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত -১

বোয়ালমারীতে উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত -১

রোগীকে অস্ত্রোপচারের সময় নিষিদ্ধ হ্যালোসিন ব্যবহৃত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

রোগীকে অস্ত্রোপচারের সময় নিষিদ্ধ হ্যালোসিন ব্যবহৃত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

ঈদে স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য অধিদফতরের ১৪ নির্দেশনা

ঈদে স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য অধিদফতরের ১৪ নির্দেশনা