পণবন্দীর ভিডিও প্রকাশ হামাসের ইসরাইলে মুক্তির দাবিতে বিক্ষোভ
০৬ জানুয়ারি ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:২২ এএম
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার লিরি অ্যালবাগ (১৯) নামের এক পণবন্দীর ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি প্রকাশের ঘণ্টাখানেক পরেই পণবন্দীদের মুক্তির দাবিতে হাজার হাজার ইসরাইলি নাগরিক তেল আবিব ও জেরুসালেমে বিক্ষোভ করেছে। ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। সাড়ে তিন মিনিটের ওই ভিডিওটি কবের তা স্পষ্ট না। তবে ভিডিওটিতে অ্যালবাগ বলেন, তিনি ৪৫০ দিন ধরে আটক রয়েছেন, যা থেকে অনুমান করা যায় ভিডিওটি সাম্প্রতিক সময়ে ধারণ করা হয়েছে। লিরি অ্যালবাগ নাজাল ওজ পোস্টে একজন নজরদারি সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। ৭ অক্টোবর হামাস অ্যালবাগসহ আরো ছয়জনকে পণবন্দী হিসেবে আটক করে। তাদের মধ্য একজনকে উদ্ধার করা হয়েছে। একজনকে আটকের পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজন এখনো পণবন্দী রয়েছেন। এদিকে লিরি অ্যালবাগ বেঁচে আছেন এমন ভিডিও হামাস প্রকাশ করার পর পরই হাজার হাজার মানুষ শনিবার রাতে তেল আবিব ও জেরুসালেম শহরে জমায়েত হন। তারা গাজায় ৪৫০ দিনের বেশি সময় ধরে পণবন্দী থাকা ব্যক্তিদের মুক্তির জন্য একটি চুক্তির আহ্বান জানান। এ সমাবেশটি এমন সময় হলো যখন ইসরাইলি প্রতিনিধিদল দীর্ঘদিনের মতপার্থক্য দূর করার লক্ষ্যে আলোচনার জন্য কাতার সফর করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর গাজায় আটকে থাকা পণবন্দীদের মুক্তির জন্য হামাসের সাথে চুক্তিতে পৌঁছানোর কয়েকবারের ব্যর্থ প্রচেষ্টার পর এ আলোচনা শুরু হয়। দ্য হোস্টেজ ফ্যামিলিস ফোরাম এক বিবৃতিতে বলে, ‘লিরির বেঁচে থাকার অস্তিত্ব সব পণবন্দীদের অতিদ্রুত ফেরত আনার এক রূঢ় ও অনস্বীকার্য প্রমাণ।’ তারা আরো বলে, ‘গাজার নরকে থাকা পণবন্দীরা প্রত্যেকটি দিন তাৎক্ষণিক মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছে। নিহত হলে তাদের যথাযথভাবে সমাহিত করার সুযোগকেও এটি বিপন্ন করছে।’ অপর এক খবরে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গত তিন দিনে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত শনিবারেই ইসরাইলি হামলায় ৬০ জনের বেশি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ইসরাইলি বাহিনী বুরেইজি শরণার্থী ক্যাম্পের সামনে জড়ো হওয়া লোকদের ওপরও হামলা চালায়। এতে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এ ছাড়া গাজার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইল অভিমুখে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাসের যোদ্ধারা। সেইসঙ্গে ইসরাইলি ভূখ- ভেদ করে দেশটিতে তা-ব চালায়। এতে ইসরাইলে নিহত হয় অন্তত ১২শ। এ ছাড়া অন্তত ২৫০ জনকে জিম্মি করে হামাস। এর জবাবে সেইদিনেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। সেই যুদ্ধ এখন পর্যন্ত চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। টাইমস অফ ইসরাইল, আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
দ্রুত নির্বাচন দিয়ে জনগনের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন বগুড়ায় সমবায় দলের পথসভায় সাবেক এমপি জ্যোতি
টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য
সিংগাইরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুস সালাম আর নেই
ভারতের আগরতলায় ফিরলেন সহকারি হাই কমিশনার
ফের মার্কিন যুদ্ধজাহাজে হামলা হুথিদের
শ্যামনগরে গম খেতে ইটভাটার পড়ে থাকা বিদ্যুতের তার জড়িয়ে কৃষকের মৃত্যু
জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা
হরিরামপুরে বিশৃঙ্খলার দায়ে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক
ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র
চিলমারীতে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতবিনিময়
রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব
পাকিস্তানে বাসা থেকে উদ্ধার জার্মান কূটনীতিবিদের রক্তাক্ত দেহ
কালিয়াকৈরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সারাফতের পরিবারসহ ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ
গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরন
খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জি এম কাদের
আট বিভাগে একযোগে শুরু হবে জুলাই বিপ্লবের সিনেমা নির্মান
আট বিভাগে একযোগে শুরু হবে জুলাই বিপ্লবের সিনেমা নির্মাণ
সিংগাইরে গৃহবধূর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে আলোচিত সাব্বির হত্যা মামলায় জাকির খানসহ সকল আসামি খালাস