আদালত প্রাঙ্গণ ছেড়েছেন ইমরান, পুলিশ-পিটিআই কর্মীদের সংঘর্ষ
১৮ মার্চ ২০২৩, ০৭:১৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৪ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবার (১৮ মার্চ) তোশাখানা মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের দায়রা আদালতে উপস্থিত হন ইমরান। এসময় তার সমর্থকরা আদালত প্রাঙ্গণে ঢুকে পড়ার চেষ্টা করেন। এরপর পুলিশের সঙ্গে পিটিআই কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, উত্তপ্ত পরিস্থিতি দেখে ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে চলে যাওয়ার সুযোগ দেন বিচারক। ইমরান আদালত কক্ষে প্রবেশ করতে না পারলেও তিনি আদালতে উপস্থিত হয়েছেন এমনটি ধরে নেওয়া হয়।
দায়রা আদালতের বিচারক জাফর ইকবাল এ ব্যাপারে বলেছেন, ‘যা পরিস্থিতি, শুনানি চালানো সম্ভব নয়। এ কারণে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। টিয়ারগ্যাস ও পাথর ছোড়ার কোনো কারণ নেই। আজ শুনানি হওয়া সম্ভব নয়।’
তিনি আরও জানিয়েছেন, আদালতে পিটিআই চেয়ারম্যানের উপস্থিতি যেহেতু রেকর্ড করা হয়েছে, এটি পরে ঠিক করা যাবে আবার কবে শুনানি হবে।
প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, সংঘর্ষ, টিয়ারগ্যাস ও পাথর ছোড়ার কারণে আদালতের কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ে। এরপর বিচারক সিদ্ধান্ত নেন গাড়ির ভেতর থাকা ইমরান খানের স্বাক্ষর নিয়ে আজকের মতো কার্যক্রম স্থগিত করা হবে।
এছাড়া সংঘর্ষের সময় ইমরান খানের চিফ অব স্টাফ শিবলি ফারাজকে আটক করেছিল পুলিশ। ইমরানের আইনজীবিরা দাবি করেন, শিবলিকে মারধর করা হচ্ছে। এমনটি শোনার পর তাকে আদালত কক্ষে হাজির করার নির্দেশ দেন বিচারক জাফর ইকবাল। তার নির্দেশনা অনুযায়ী শিবলিকে উপস্থিত করা হলে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
এর আগে ইমরান খান এক অডিও বার্তায় জানান, আদালত প্রাঙ্গণে ১৫ মিনিট ধরে তিনি অপেক্ষা করছেন। কিন্তু পুলিশ তাকে ঢুকতে দিচ্ছে না। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী জানান, বাধা সত্ত্বেও আদালতের ভেতর ঢুকবেন তিনি।
এরআগে আশঙ্কা তৈরি হয় আদালতে প্রবেশের পর ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে। কিন্ত তার সমর্থকরা তাকে ঘিরে রাখার কারণে এমন কিছু হয়নি। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, দ্য ডন
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সূর্যের দিকে ইতিহাসের সবচেয়ে কাছের যাত্রায় মহাকাশযান
হাসিনা পরিবারের দুর্নীতি: দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব
এবার প্রেমের টানে খাগড়াছড়িতে পাকিস্তানি যুবক
চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডের শিকার ৭ জনের মধ্যে ২ যুবক মাগুরার
বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয়সহ আটক ৩
ট্রাম্পের নীতিতে হুমকির মুখে উচ্চশিক্ষা
ঢাকা-খুলনা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন
প্রধান উপদেষ্টাকে নিয়ে অখ্যাত মডেলের ভয়াবহ ঔদ্ধত্য
এবার ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল সার্বিয়া
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে আখ চাষিরা
মার্কিন মৃত্যুদণ্ড , বাইডেনের ক্ষমা ও ট্রাম্পের কঠোর পরিকল্পনা
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন বিএনপি নেতা পিন্টু
মনিরামপুরে এক মাসে ২৯টি সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীসহ ৯ জন নিহত, আহত অর্ধশত
কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন গ্রহণযোগ্য হবে না- জিএম কাদের
সহিংসতায় বিপর্যস্ত হাইতি, টহলে কেনিয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা : দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকায় আসছেন ইলন মাস্ক
জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
পদ্মা পাড়ি দিয়ে খুলনা থেকে ঢাকায় ছুটলো ‘জাহানাবাদ এক্সপ্রেস’
ইসরায়েল নিশ্চিত করেছে, হামাস নেতা হানিয়া তেহরানে নিহত