রোববার ভারত যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী
১৮ মার্চ ২০২৩, ০৭:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৪ পিএম
তিন দিনের সফরে আগামীকাল রোববার ভারত যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার বাইরে ইউক্রেন যুদ্ধ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলজুড়ে চীনের ক্রমেই আরও বেশি আত্মপ্রত্যয়ী হয়ে ওঠা মনোভাব নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা করার কথা।
জাপান এশিয়া-প্রশান্ত মহাসাগর আখ্যায়িত না করে ভারত-প্রশান্ত মহাসাগর বলতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই অঞ্চলজুড়ে মুক্ত ও অবাধ সমুদ্র চলাচল নিশ্চিত করে নেওয়ার ধারণা এগিয়ে নিতে জাপান সরকার আগ্রহী। সেই দৃষ্টিকোণ থেকে ভারতকে আরও বেশি সম্পৃক্ত করে নিতে চাইছে জাপান। আগামী মে মাসের শেষ দিকে জাপানের হিরোশিমা শহরে শিল্পোন্নত দেশগুলোর জোট জি–৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বাগতিক দেশ হিসেবে জাপান বিশ্বজুড়ে জোটের স্বার্থ এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় সাফল্য নিশ্চিত করে নিতে চাইছে। তাই ইউক্রেন যুদ্ধ এবং চীনকে নিয়ন্ত্রণে রাখা, উভয় দিক থেকেই কিছুটা হলেও ভারতের সমর্থন জাপানের প্রয়োজন। কারণ, ভারত এ বছর বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০-এর সভাপতি দেশ। ফলে নয়াদিল্লিতে অবস্থানকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কিশিদা আমন্ত্রণ জানাবেন বলে ধারণা করা হচ্ছে। কিশিদার আসন্ন ভারত সফরকে তাই এ রকম বেশ কয়েকটি লক্ষ্য অর্জনে জাপানের চালিয়ে যাওয়া প্রচেষ্টার অংশ হিসেবে দেখা যেতে পারে।
কিশিদা ও মোদি দুজনেই নিজ নিজ দেশের কাছাকাছি এলাকায় চীনের চালানো তৎপরতা নিয়ে উদ্বিগ্ন। এর বাইরে অঞ্চলের বিস্তৃত এলাকাজুড়ে চীনের প্রভাব সম্প্রসারিত হতে থাকাকেও উভয় দেশের নেতৃত্ব সন্দেহের চোখে দেখছে। ফলে ভারত সফরে চীনকে সামাল দেওয়ার লক্ষ্যে চালিত কোয়াড নামে পরিচিত চারটি দেশের অনানুষ্ঠানিক কাঠামো আরও সংহত করে নেওয়ার ধারণায় কিছুটা হলেও ভারতের সমর্থন কিশিদা লাভ করতে পারবেন বলে জাপানের বিশ্লেষকেরা মনে করছেন।
তবে এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে সীমিত সংযম প্রদর্শন লক্ষ করা যেতে পারে। ভারত ও চীনের মধ্যে বিরাজমান উত্তেজনা শেষ না হলেও আগের সেই সীমান্ত সংঘাত কিছুটা হলেও স্তিমিত হয়ে এসেছে। এর বদলে দুই দেশে যা চলছে তা হচ্ছে পরোক্ষ প্রস্তুতি, সামরিক মহড়া চালানো এবং বহুপক্ষীয় মহড়ায় অংশগ্রহণ। ফলে আপাত এই স্থিতি অবস্থা বজায় রেখে চীনের সঙ্গে পরোক্ষ যোগাযোগ ধরে রাখতে নিজের স্বার্থেই হয়তো ভারত আগ্রহী হবে। আর এ কারণেই তাইওয়ানকে ঘিরে দেখা দেওয়া উত্তেজনা আরও বিস্তৃত হওয়াও নয়াদিল্লি সম্ভবত কামনা করবে না।
অন্যদিকে অস্ট্রেলিয়ার পাশাপাশি কোয়াডের সবচেয়ে কট্টর অংশীদার জাপান। যদিও বেইজিংয়ের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার বিষয়টি নিজের অর্থনৈতিক স্বার্থের কারণেই টোকিওকে গভীরভাবে ভেবে দেখতে হয়। ফলে ভারত-জাপান শীর্ষ বৈঠকে চীন প্রসঙ্গে দুই দেশ উচ্চকণ্ঠে প্রতিবাদ জানাবে, তা মনে করে নেওয়া সম্ভবত ঠিক হবে না।
এদিকে ইউক্রেন প্রশ্নে ভারতের অবস্থান জাপানের বিপরীত। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার সমালোচনায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে হাত মেলায়নি ভারত। কেবল তা-ই নয়, রাশিয়া থেকে জ্বালানি ও অন্যান্য আমদানি আরও বাড়িয়েছে নয়াদিল্লি। পাশাপাশি যুক্তরাষ্ট্র আয়োজিত আঞ্চলিক কয়েকটি সামরিক মহড়ায় ভারত যোগ দিলেও রাশিয়ার সঙ্গে সামরিক যোগাযোগও বজায় রেখে চলেছে নয়াদিল্লি। ফলে ইউক্রেন প্রশ্নে নরেন্দ্র মোদিকে দলে ভেড়াতে কিশিদা কতটা সক্ষম হবেন, সেই প্রশ্নে সন্দেহ থেকেই যায়।
আন্তর্জাতিক রাজনীতির জটিল এসব হিসাবের বাইরে জাপানের বিনিয়োগ ভারতে আরও সম্প্রসারিত করে নেওয়ার প্রতিশ্রুতি কিশিদা নিশ্চিতভাবেই দেবেন। কেননা, জাপানের নেতৃত্ব ভারতে দেশের বিনিয়োগকে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বিপরীতে নিজস্ব পাল্টা পদক্ষেপ হিসেবে দেখে থাকে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয়সহ আটক ৩
ট্রাম্পের নীতিতে হুমকির মুখে উচ্চশিক্ষা
ঢাকা-খুলনা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন
প্রধান উপদেষ্টাকে নিয়ে অখ্যাত মডেলের ভয়াবহ ঔদ্ধত্য
এবার ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল সার্বিয়া
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে আখ চাষিরা
মার্কিন মৃত্যুদণ্ড , বাইডেনের ক্ষমা ও ট্রাম্পের কঠোর পরিকল্পনা
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন বিএনপি নেতা পিন্টু
মনিরামপুরে এক মাসে ২৯টি সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীসহ ৯ জন নিহত, আহত অর্ধশত
কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন গ্রহণযোগ্য হবে না- জিএম কাদের
সহিংসতায় বিপর্যস্ত হাইতি, টহলে কেনিয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা : দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকায় আসছেন ইলন মাস্ক
জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
পদ্মা পাড়ি দিয়ে খুলনা থেকে ঢাকায় ছুটলো ‘জাহানাবাদ এক্সপ্রেস’
ইসরায়েল নিশ্চিত করেছে, হামাস নেতা হানিয়া তেহরানে নিহত
হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, লাভার প্রবাহ শুরু
ম্যাট গেটসের বিরুদ্ধে যৌন ও মাদক কেলেঙ্কারির তথ্য প্রকাশ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতন-নাকে খত দেওয়ার ভিডিও ভাইরাল
গাজার হাসপাতাল ও ত্রাণ বহরে ইসরায়েলি হামলা, নিহত আরও ৫৮ ফিলিস্তিনি