ইমরান খানের কারাকক্ষে যুক্ত হলো যেসব নতুন সুবিধা
২৮ আগস্ট ২০২৩, ০৮:৪৪ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ০৮:৪৪ পিএম
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটক কারাগারে বন্দি ইমরান খানের জন্য পশ্চিমা ধাঁচের টয়লেট, হাতমুখ ধোয়ার বেসিন, সাবান, টিস্যু ও তোয়ালে সম্বলিত একটি নতুন ওয়াশরুমসহ একরাশ ব্যবহার্য জিনিস সরবরাহের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। এতে সন্তুষ্ট হয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। -দ্য এক্সপ্রেস ট্রিবিউন
রোববার পাঞ্জাব প্রদেশের কারগারগুলোর মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) মিয়া ফারুক নাজির রোববার অ্যাটক কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ইমরান খানের জন্য বিভিন্ন জিনিসপত্র কারাগারভবনে নিয়ে এসেছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
অ্যাটক কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, কারাবিধি অনুসারে ৭০ বছর বয়স্ক ইমরান খানকে একটি বিছানা, বালিশ, ম্যাট্রেস, চেয়ার দেওয়া হয়েছে। সেই সঙ্গে একটি এসি, ফ্যান, ইংরেজি অনুবাদসহ কোরআনের একটি কপি, থার্মোফ্লাক্স, খেজুর, মধু সরবরাহ করা হয়েছে এবং সামনেও এটি অব্যাহত থাকবে। এর বাইরে তাকে নিয়মিত বই ও প্রতিদিন একটি সংবাদপত্র এবং নামাজ আদায়ের জন্য শিগগিরই কারাগারের একটি কক্ষ খালি করা হবে।
এছাড়া পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের স্বাস্থ্যসেবার জন্য ৫ জন ডাক্তারের একটি দল করা হয়েছে। তারা প্রতিদিন আট ঘণ্টা দায়িত্ব পালন করবেন। প্রতিদিন তাকে বিশেষ খাবার সরবরাহ করা হবে এবং সরবরাহকৃত খাবার একজন ডাক্তার পরীক্ষা করবেন। রোববার ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে এইসব তথ্য নিশ্চিত করেন মিয়া ফারুক নাজির। প্রতিক্রিয়ায় ইমরান আইজি প্রিজন্সকে ধন্যবাদ জানান।
আলোচিত তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিন বছর কারাবাসের সাজা পেয়েছেন ইমরান খান, যিনি ২০১৮ সালের নির্বাচনে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন এবং মেয়াদ শেষ করতে পারার আগেই ২০২২ সালে বিরোধী এমপিদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন।
ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও সেশন আদালত গত ৫ আগস্ট, শনিবার দুপুরে তোশাখানা মামলার রায় ঘোষণার পরপরই লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। পরে ওই দিন সন্ধ্যায় তাকে অ্যাটক কারাগারে নিয়ে যাওয়া হয়।
কিন্তু কারাগারের যে কক্ষটিতে তাকে রাখা হয়েছিল, সেটি খুবই অস্বাস্থ্যকর ও পোকামাকড়ে পরিপূর্ণ বলে অভিযোগ করেছেন ইমরান খানের আইনজীবীরা। ইমরান খান নিজেও আইনজীবীদের মাধ্যমে জানিয়েছেন, তাকে যেন এই কারাকক্ষ থেকে বের করে নেওয়া হয়।
এই পরিস্থিতিতে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বলেন, কারাগারে তার স্বামীর স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং তিনি আশঙ্কা করছেন, ইমরান খানকে বিষপ্রয়োগ করা হতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সর্বোচ্চ আদালতকে অনুরোধ জানান বুশরা। বুশরা আবেদন জানানোর ২ দিনের মধ্যে ইমরান খানকে সরবরাহ করা হলো এসব জিনিসপত্র।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম
জয়া ও তার কুকুর একই অসুখে ভুগছে
বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় দিলো আদানি
যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে গাজাবাসীর মলিন প্রত্যাবর্তন
ভাঙ্গা - পুখুরিয়া মধুমতি এক্সপ্রেস ট্রেন আটঁকিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ পুরো রেললাইন মিছিলের নগরী
যে কারণে সাইফকে ছুরিকাঘাতের ঘটনা বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে
শান্তি আলোচনা ব্যর্থ : কলম্বিয়ায় বিদ্রোহী হামলায় নিহত অন্তত ৮০
নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত অন্তত ৮৬,আহত আরও ৫৫
ভারত থেকে পালিয়ে আসা প্রেমিক-প্রেমিকা আটক
কোটা না মেধা স্লোগানে উত্তাল ঢাবি-ঢামেক ও ঢাকা কলেজ
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ৯০ ফিলিস্তিনি, গাজার যুদ্ধবিরতির নতুন অধ্যায়