আপিলে জয় পেয়েছেন টেট, সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত বাতিল
০৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম
প্রভাবশালী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট রোমানিয়ার আদালতে করা আপিলে জয় পেয়েছেন। অ্যান্ড্রু টেট এবং তার ভাইয়ের বিরুদ্ধে এক বছরেরও বেশি সময় ধরে নারী পাচার ও ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে। যদিও এখন পর্যন্ত কোনো অভিযোগের পক্ষে কোনো প্রমাণ খুঁজে পায়নি তদন্তকারীরা। রোমানিয়ার আপিল বিচারকরা প্রভাবশালী অ্যান্ড্রু টেট এবং তার ভাইয়ের মালিকানাধীন কয়েক মিলিয়ন ডলার মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করার আদালতের সিদ্ধান্ত বাতিল করেছে।
জানা গেছে, সোমবার (৮ জানুয়ারি) বুখারেস্ট আদালত অ্যান্ড্রু টেট এবং তার ভাই ট্রিস্টান টেটের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন ট্রায়াল চালুর নির্দেশ দিয়েছে। জব্দকৃত সম্পদের মধ্যে আছে তার মিলিয়ন মিলিয়ন ডলার দামের গাড়িগুলো। এই দুই ভাই ২০২৩ সালের ডিসেম্বরে প্রথম আপিল করেছিল। তবে তখন আপিলে হেরে যান তারা। তবে এবার উচ্চ আদালতে জয় পেলেন এই দুই ভাই।
এই রায়ের ফলে তারা এখন পুনরায় তাদের সম্পদ ফিরে পাওয়ার জন্য আইনি প্রক্রিয়া শুরু করতে পারবেন। এক টুইটার পোস্টে আদালতে আপিল জেতার কথা ঘোষণা করেন টেট। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগ প্রমাণ করা সম্ভব নয়, কারণ এগুলো কখনও ঘটেইনি।
অ্যান্ড্রু টেট এবং তার ভাইকে রোমানিয়ার দুই মহিলা সন্দেহভাজনকে নারী পাচার ও ধর্ষণের জন্য অভিযুক্ত করা হয়েছিল। অভিযোগপত্রে সাত অভিযুক্ত ভিকটিমকে চিহ্নিত করা হয়েছে। টেট ভাইদ্বয় ও তাদের কথিত সহযোগীরা এই অভিযোগ অস্বীকার করে।
তবে অভিযোগের ফলে ২০২৩ সালের জানুয়ারিতে রোমানিয়ান কর্তৃপক্ষ টেট ভাইদের গ্রেফতার এবং তাদের বাড়ি থেকে প্রায় ৪ মিলিয়ন ডলার মূল্যের গাড়ি ও বিলাসবহুল ঘড়ি বাজেয়াপ্ত করেছিল। পরে ফেব্রুয়ারিতে, তদন্তকারীরা টেট ভাইদের রিয়েল এস্টেট এবং ক্রিপ্টোকারেন্সি সম্পদ জব্দ করে।
গত এপ্রিল মাসে জেল থেকে মুক্তি পান অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান। এরপর থেকে তাদেরকে হাউস অ্যারেস্টে থাকতে হচ্ছে। তবে তারা সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন। এই বৃটিশ-আমেরিকান সাবেক কিকবক্সার সোশ্যাল মিডিয়ার সবথেকে জনপ্রিয় ব্যক্তিদের একজন। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করে। ৩৬ বছরের অ্যান্ড্রু টেটকে টুইটারে মিলিয়ন মিলিয়ন মানুষ অনুসরণ করেন।
যদিও বিভিন্ন সময় তার নানা মন্তব্যের কারণে সমালোচিত হতে হয়েছে তাকে। বিশেষ করে নারীদের বিষয়ে তার অবস্থান নিয়ে এখনও অনলাইনে অসংখ্য বিতর্ক দেখা যায়। একসময় ফেসবুক, টুইটার ও ইউটিউব থেকেও অ্যান্ড্রু টেটের একাউন্ট ব্যান করা হয়। তবে টুইটার কিনে নেয়ার পর টেটের একাউন্ট ফিরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াটির নতুন মালিক ইলন মাস্ক।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজায় ইসরায়েলের জোরপূর্বক বাস্তুচ্যুত যুদ্ধাপরাধের সমান: এইচআরডব্লিউ
আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে বিএনপি, ৫ লাখ টাকা অনুদান প্রদান
মিজানুর রহমান ভূঁঞা শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান
গাজীপুরের টিএনজেড গ্রুপের পরিচালকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
মার্কিন রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণে ফখরুলসহ বিএনপি নেতারা
উগ্রতা সৃষ্টিকারী ইসকনকে নিষিদ্ধ করতে হবে, নেটদুনিয়ায় ভাইরাল
শ্রীলঙ্কার সংসদ নির্বাচন, নতুন চ্যালেঞ্জ!
আবার ফিরছে শফিক রেহমানের ‘লাল গোলাপ’
৭০ বছর পর নিখোঁজ ৩ ব্রিটিশ সেনার দেহাবশেষ শনাক্ত
আন্দোলনে আহত চিকিৎসাধীন আব্দুল্লাহর ইন্তেকাল
শিবালয়ে যমুনার তীরে অগ্নিকাণ্ডে পুড়লো ড্রেজারের প্লাস্টিক ফ্লোটার
জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
বিশ্বের বৃহত্তম প্রবাল আবিস্কার হয়েছে প্রশান্ত মহাসাগরে
১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়
হাজি সেলিমের ছেলে সোলায়মান গ্রেপ্তার
সিলেট বিমানবন্দর সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক কলেজ ছাত্রের !
ঝালকাঠিতে ইঁদুর মারা ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু
ব্রাজিলের সুপ্রিম কোর্ট ভবনের বাইরে বিস্ফোরণ,নিহত ১
পঞ্চদশ সংশোধনী সংবিধানের সঙ্গে প্রতারণা : অ্যাটর্নি জেনারেল
ঝালকাঠিতে আমির হোসেন আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের