শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
ক্যালিফোর্নিয়ার একটি আদালতে ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার সহ-অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে গত শুক্রবার মামলা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ব্লেক লাইভলি। অভিনেত্রীর অভিযোগ, সিনেমার শুটিংয়ের সময় বালডোনি আপত্তিকর আলোচনা করেছেন এবং চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্য যোগ করার পরিকল্পনা করেছেন। -টিএমজেড
তার অভিযাগ, নানাভাবে তাঁর সুনাম হানির অপচেষ্টা করেছেন। আবার এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন বালডোনির আইনজীবী। গত ৬ আগস্ট মুক্তির পর ব্যবসায়িক সাফল্য পায় ‘ইট এন্ডস উইথ আস’। ছবিতে অভিনয় করেন ব্লেক লাইভলি, ছবির অন্যতম প্রযোজকও তিনি। অন্যদিকে ছবিতে লাইভলির সঙ্গে অভিনয় করেন জাস্টিন বালডোনি, রোমান্টিক ড্রামা ঘরানার নির্মাতাও তিনি।
ব্লেক অভিযোগ করে বলেন, বালডোনি আপত্তিকরভাবে তাঁর ওজন নিয়ে কথা বলেছেন। আলোচনায় অপ্রয়োজনীয়ভাবে যৌন প্রসঙ্গ টেনে এনেছেন। ৩৭ বছর বয়সী অভিনেত্রী আরও বলেন, ছবির শুটিংয়ের সময় অন্য শিল্পী ও কলাকুশলীর সামনে বালডোনির কথায় পর্নোগ্রাফি নিয়ে তাঁর আসক্তির কথা প্রকাশ পায়। এ ছাড়া তিনি নারীদের শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বালডোনি অযাচিতভাবে নিজের যৌন–জীবন নিয়েও আলোচনা করতেন বলে অভিযোগ ব্লেকের।
সিনেমার শুটিংয়ে লাইভলি পর্দায় যৌন দৃশ্য দেখানো নিয়ে একটি সীমারেখা টেনে দেন। একটি মিটিংয়ে হাজির হয়ে এ নিয়ে কথা বলেন ব্লেকের স্বামী ও অভিনেতা রায়ান রেনল্ডস। সেখানে তিনি ব্লেককে আর কোনো নগ্ন ভিডিও না দেখাতে অনুরোধ করেন। এ ছাড়া অনুমোদিত চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্যধারণের পরিকল্পনা, লাইভলির প্রয়াত বাবা সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকতেও অনুরোধ করেন তিনি। ব্লেক আরও বলেন, তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, যেন চলচ্চিত্রে কাজের পরিবেশ আরও নিরাপদ করা যায়।
অভিযোগের জবাবে বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান এসব অভিযোগকে ‘ভুয়া ও আপত্তিকর’ বলে অবহিত করেন। উল্টো বালডোনির আইনজীবী অভিযোগ করেন, সিনেমার সেটে ব্লেকের সঙ্গে কাজ করা খুবই কঠিন ছিল। তিনি বারবার ছবির প্রচারে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন, যার প্রভাব মুক্তির পরে সিনেমার ব্যবসায় পড়েছে।
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
ইনকিলাব ডেস্ক : ক্যালিফোর্নিয়ার একটি আদালতে ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার সহ-অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে গত শুক্রবার মামলা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ব্লেক লাইভলি। অভিনেত্রীর অভিযোগ, সিনেমার শুটিংয়ের সময় বালডোনি আপত্তিকর আলোচনা করেছেন এবং চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্য যোগ করার পরিকল্পনা করেছেন। -টিএমজেড
তার অভিযাগ, নানাভাবে তাঁর সুনাম হানির অপচেষ্টা করেছেন। আবার এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন বালডোনির আইনজীবী। গত ৬ আগস্ট মুক্তির পর ব্যবসায়িক সাফল্য পায় ‘ইট এন্ডস উইথ আস’। ছবিতে অভিনয় করেন ব্লেক লাইভলি, ছবির অন্যতম প্রযোজকও তিনি। অন্যদিকে ছবিতে লাইভলির সঙ্গে অভিনয় করেন জাস্টিন বালডোনি, রোমান্টিক ড্রামা ঘরানার নির্মাতাও তিনি।
ব্লেক অভিযোগ করে বলেন, বালডোনি আপত্তিকরভাবে তাঁর ওজন নিয়ে কথা বলেছেন। আলোচনায় অপ্রয়োজনীয়ভাবে যৌন প্রসঙ্গ টেনে এনেছেন। ৩৭ বছর বয়সী অভিনেত্রী আরও বলেন, ছবির শুটিংয়ের সময় অন্য শিল্পী ও কলাকুশলীর সামনে বালডোনির কথায় পর্নোগ্রাফি নিয়ে তাঁর আসক্তির কথা প্রকাশ পায়। এ ছাড়া তিনি নারীদের শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বালডোনি অযাচিতভাবে নিজের যৌন–জীবন নিয়েও আলোচনা করতেন বলে অভিযোগ ব্লেকের।
সিনেমার শুটিংয়ে লাইভলি পর্দায় যৌন দৃশ্য দেখানো নিয়ে একটি সীমারেখা টেনে দেন। একটি মিটিংয়ে হাজির হয়ে এ নিয়ে কথা বলেন ব্লেকের স্বামী ও অভিনেতা রায়ান রেনল্ডস। সেখানে তিনি ব্লেককে আর কোনো নগ্ন ভিডিও না দেখাতে অনুরোধ করেন। এ ছাড়া অনুমোদিত চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্যধারণের পরিকল্পনা, লাইভলির প্রয়াত বাবা সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকতেও অনুরোধ করেন তিনি। ব্লেক আরও বলেন, তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, যেন চলচ্চিত্রে কাজের পরিবেশ আরও নিরাপদ করা যায়।
অভিযোগের জবাবে বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান এসব অভিযোগকে ‘ভুয়া ও আপত্তিকর’ বলে অবহিত করেন। উল্টো বালডোনির আইনজীবী অভিযোগ করেন, সিনেমার সেটে ব্লেকের সঙ্গে কাজ করা খুবই কঠিন ছিল। তিনি বারবার ছবির প্রচারে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন, যার প্রভাব মুক্তির পরে সিনেমার ব্যবসায় পড়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ