ফিলিস্তিনিদের পাশে পাকিস্তান: গাজা সংহতিতে রাজপথে লাখো মানুষের ঢল
১৪ এপ্রিল ২০২৫, ১২:১২ পিএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ১২:১২ পিএম

দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে আছে ফিলিস্তিন। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন হাজার হাজার নিরীহ মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বিশ্বজুড়ে এই গণহত্যার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে বিবেকবান মানুষ। সম্প্রতি বাংলাদেশের মতো পাকিস্তানেও লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে পড়েছেন ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। গর্জে উঠেছে করাচির রাজপথ, যেখানে মানুষের সমুদ্রে পরিণত হয়েছে শহরের প্রধান সড়ক। গাজাবাসীর জন্য এই সংহতি শুধু প্রতিবাদ নয়, এটি একটি আন্তর্জাতিক মানবতাবোধের প্রকাশও।
রোববার (১৪ এপ্রিল) পাকিস্তানের করাচি শহরের শাহরা-এ-ফয়সল সড়কে “গাজা সংহতি মার্চ” নামের এক বিশাল বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। এ কর্মসূচি ছিল ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর প্রকাশ। আয়োজকদের ভাষ্যমতে, অন্তত এক লাখ মানুষ এতে অংশ নেয়। প্রচণ্ড গরমেও বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন, হামাসের নিহত শীর্ষ দুই নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের ছবি উঁচিয়ে ধরেন, এবং গাজায় শিশু হত্যার প্রতিবাদে সাদা কাফনে মোড়ানো প্রতীকী পুতুলের সামনে দাঁড়িয়ে থাকেন নীরবে।
এই বিক্ষোভে নারী-পুরুষ, শিশু-তরুণ, এমনকি অন্য ধর্মাবলম্বীরাও অংশ নেন। মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেক নারী বোরকা পরিহিত অবস্থায় ছিলেন, অনেকেই তাদের সন্তানদের নিয়ে এসেছিলেন এই মানবিক সমর্থনের অভিযানে। শিক্ষার্থীরা প্রায় ১০০ ফুট লম্বা একটি ফিলিস্তিনি পতাকা বহন করে, যা জনতার কাঁধে কাঁধ মিলিয়ে একতা ও প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। রাস্তাজুড়ে লেখা ছিল: “গাজায় বোমাবর্ষণ বন্ধ করো”, “ইসরায়েল নিপাত যাক”, এবং “গাজায় গণহত্যা – মুসলিম বিশ্ব লজ্জিত হও”। স্লোগানে গর্জে উঠেছিল: “লাব্বাইক ইয়া গাজা” ও “লাব্বাইক ইয়া আকসা”।
এই বিশাল আয়োজনে উপস্থিত ছিলেন পাকিস্তানের জামায়াতে ইসলামি দলের প্রধান হাফেজ নাঈম-উর-রহমান। তিনি বলেন, “ফিলিস্তিনিদের কখনোই দমিয়ে রাখা যাবে না।” বিক্ষোভকারী আলি মোস্তাফা যিনি “মুক্তি না হলে শহীদ” লেখা একটি পোস্টার বহন করছিলেন, তিনি বলেন: “করাচি এবং গোটা পাকিস্তান সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে।” খ্রিস্টান নেতা ইউনাস সোহান বিশ্ব শক্তিগুলোর সমালোচনা করে বলেন, তারা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে সাধারণ মানুষ, হাসপাতাল এবং আশ্রয়কেন্দ্রে হামলা চালাতে সুযোগ করে দিচ্ছে। একইদিনে ইসলামপন্থি রাজনৈতিক দল জমিয়াতে উলামা ইসলাম (জেইউআই)-এর আয়োজনে একটি ফিলিস্তিন সংহতি সম্মেলন অনুষ্ঠিত হয়। দলটির প্রধান মাওলানা ফজল-উর-রহমান ইসরায়েলকে “সন্ত্রাসী রাষ্ট্র” বলে আখ্যায়িত করেন এবং যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশকে ইসরায়েলের যুদ্ধাপরাধে সহযোগিতা করার অভিযোগ আনেন।
২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। তখন থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তত ৫১ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের বিবেকবান মানুষেরা বারবার রাস্তায় নেমে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন—গণহত্যার বিরুদ্ধে, মানবতার পক্ষে। করাচির এই বিক্ষোভ সেই বৈশ্বিক প্রতিবাদের ধারাবাহিকতায় এক গুরুত্বপূর্ণ সংযোজন, যা প্রমাণ করে—মানুষের হৃদয় এখনও সংবেদনশীল, এবং ফিলিস্তিনিরা একা নয়। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

পাবনায় চররে জমি দখল নিয়ে সংর্ঘষে গুলবিদ্ধি ৫

আইএমএফের ঋণের কিস্তি নিয়ে আশাবাদী বাংলাদেশ

মার্কিন উচ্চশিক্ষার চরম পতন

পরিশুদ্ধ-পরিবর্তিত বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে-সাহাদাত হোসেন সেলিম

গাজায় ইহুদী হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ

জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ

রাজনৈতিক দল গঠন এখন ছেলেখেলা!

সাভারে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ

কোরআনবিরোধী নারী সংস্কার প্রস্তাবনা দেশের জন্য হুমকি স্বরূপ

পাকিস্তান-ভারতকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে বলল জাতিসংঘ

‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

নারী কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে

তারেক রহমান ‘নিয়তির সন্তান’

অতিদারিদ্র্য বৃদ্ধির শঙ্কা

২৪ ঘন্টায় গ্রেফতার ১০৭২ আ’লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেফতার

পারভেজ হত্যা মামলায় প্রধান আসামি মেহেরাজ রিমান্ডে

আ.লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সন্তোষ কুমার রিমান্ডে

চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ মহিলার মৃত্যু

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি রিকশা বন্ধের দাবি মোটরসাইকেল চালকদের