বিকট গন্ধে স্তব্ধ মহাকাশ স্টেশনে! ব্যাপারটা কী?
মহাশূন্যে ভেসে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিকট গন্ধ! এমন অপ্রত্যাশিত ও অবিশ্বাস্য ঘটনায় নভোশ্চররা নিজেরাই কার্যত স্তব্ধ হয়ে গেলেন। চলতি সপ্তাহের প্রথম দিকে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাশিয়ার একটি রকেট গিয়েছিল মহাকাশ স্টেশনে। চালকহীন সেই মহাকাশযানের দরজা খুলতেই দুর্গন্ধে ভরে ওঠে চারপাশ। সঙ্গে সঙ্গে রাশিয়ান নভোশ্চররা তা বন্ধ করে দেন। স্বভাবতই এমন গন্ধ তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। পরে...