পিএসএলে প্রথমবার শতকের আনন্দে ভাসলেন রিজওয়ান
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২২ ফেব্রুয়ারি) মুলতান সুলতান্সের হয়ে করাচি কিংসের বিপক্ষে ১১০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টিতে যা তার ক্যারিয়ার সেরা। ৬৪ বলের অপরাজিত ইনিংসে চারটি ছক্কার সঙ্গে ১০টি চার মারেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এদিন মন্থর ব্যাটিংয়ে শুরুর পর খুনে রূপ ধারন করেন রিজওয়ান। ৮৬ রান থেকে আকিফ জাভেদকে দুই ছক্কায় ওড়ানোর পরের বলে ডাবল নিয়ে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে...