লম্বা হলেও বাড়ে না বয়স, মহাকাশে কেন বুড়ো হন না নভশ্চররা?
মহাকাশ লুকিয়ে আছে অনন্ত যৌবনের রহস্য! একবার সেখানে পৌঁছতে পারলে আর আসে না বার্ধক্য! মার্কিন জ্যোতির্বিজ্ঞানীদের প্রতিষ্ঠান নাসা-র গবেষণায় মিলেছে তেমনই চাঞ্চল্যকর তথ্য। যা নিয়ে রীতিমতো চোখ কপালে উঠেছে বিজ্ঞানী থেকে বিশিষ্ট চিকিৎসকদের।
মহাকাশের যৌবন রহস্য ফাঁস করতে কয়েক বছর আগে একটি পরীক্ষা চালায় নাসা। এই কাজে নভশ্চর স্কট কেলি ও তার ভাই মার্ককে বেছে নেয়া হয়। এই দু`জন আবার যমজ...