চোখের রঙ বদল
থাইল্যান্ডে চিকিৎসা চলাকালে করোনায় আক্রান্ত ৬ মাস বয়সী এক শিশুর চোখের রঙ বদলে গেছে। বিদেশী মিডিয়ার মতে, পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে শিশুটির গাঢ় ধূসর চোখ গভীর নীল হয়ে গেছে। খবরে বলা হয়েছে, একটানা একদিন জ্বর ও কাশি থাকার পর শিশুটির করোনা ভাইরাস ধরা পড়ে, এরপর সাধারণ ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করা হয় যা ৩ দিন ধরে চলে। এ ওষুধ ব্যবহারে শিশুর করোনার...