ইউক্রেনকে সদস্য হতে যে শর্ত দিলো ন্যাটো
রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ভূখ- দখল করেছে, ইউক্রেন চাইলে সেই ভূখ-ের আশা ত্যাগ করতে পারে। বিনিময়ে দেশটি ন্যাটোর সদস্যপদ লাভ করতে পারে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিবের চিফ অব স্টাফ স্টেইন জ্যানসেন। মঙ্গলবার নরওয়েতে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। স্টেইন জ্যানসেন বলেন, ‘আমি মনে করি— ভূখ-ের আশা ত্যাগ করে (রাশিয়া যে ভূখ- দখল করে নিয়েছে) ইউক্রেন ন্যাটোর সদস্য হতে...