নাইজারের অভ্যুত্থানে আমিরাতের হাত!
নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাত করার জন্য দেশটিতে যে সামরিক অভ্যুত্থান ঘটেছে তাতে সংযুক্ত আরব আমিরাতের হাত রয়েছে বলে ফরাসি-ভাষী আজেরিয়ার সংবাদপত্র লে সোর ডি`আলজেরি জানিয়েছে।
পত্রিকাটি উল্লেখ করে, এখন সবার চোখ আমিরাতে নিযুক্ত নাইজারের বর্তমান রাষ্ট্রদূতের দিকে। তিনি বাজুমের উৎখাতের আগে দেশটির সেনাপ্রধান ছিলেন।
পত্রিকাটি জানায়, নাইজার সেনাবাহিনীল সাবেক প্রধানের সংযুক্ত আরব আমিরাতে উপস্থিতি তাকে বাজুমের তখত উল্টিয়ে দিতে `সাহসী` করে...