নেক্সট-জেন কম্ব্যাট কৌশল নিয়ে কাজ করছে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান
উইপন অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এস্টাবলিশমেন্ট (ডব্লিউইএসইই) যাত্রা শুরু করেছিল ২০ জন সদস্য নিয়ে। এ প্রতিষ্ঠানই পরে তৈরি করে ডেটা লিংকভিত্তিক সরঞ্জাম যা নৌবাহিনীর জন্য বার্তা বিনিময় ও কৌশলগত যোগাযোগের অন্যতম সহায়ক হয়ে ওঠে।
শুরুর দিকে প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল নৌযানগুলোতে নানা ধরনের সরঞ্জাম সংযোজন এবং স্থানীয় কম্ব্যাট ম্যানেজমেন্ট সিস্টেমের সংস্কার। তবে ৪৫ বছরে নৌবাহিনীর সিস্টেম ইঞ্জিনিয়ারদের এ ইউনিটটি সেই কাজের...