নির্বাচনের বছরেই
রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে রাখার অভিযোগে দায়ের হওয়া মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হবে ২০২৪ সালের ২০ মে । যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের একটি ডিস্ট্রিক্ট আদালতের জজ অ্যালিন ক্যানন শুক্রবার এ তারিখ নির্ধারণ করেন। যদিও ট্রাম্প চেয়েছিলেন এই বিচার ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পরে করা হোক। তবে ফেডারেল কৌঁসুলিরা এই বিচারের তারিখ চাইছিলেন এ বছরের ডিসেম্বরেই। পরে...