পাকিস্তানে তল্লাশিচৌকিতে অতর্কিত হামলা, নিহত ৫
পাকিস্তানের বেলুচিস্তানের শেহরানি জেলায় তল্লাশিচৌকিতে অতর্কিত হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত চারজন সদস্য নিহত হয়েছে। গতকাল রোববার জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে হামলাকারীরা তল্লাশিচৌকিতে গুলি চালালে চারজন নিরাপত্তা কর্মী নিহত হন। এ ছাড়া পরবর্তীতে তারা জানিয়েছেন, পাল্টা গুলিতে একজন হামলাকারীও নিহত হয়েছে।এ নিয়ে ইতিমধ্যে ওই অঞ্চলে তল্লাশি অভিযান শুরু হয়েছে।...