মোদীর সমালোচক তিস্তা সেতালভাদকে মাঝরাতে যেভাবে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট
২০০২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা সংক্রান্ত একটি মামলায় ভারতের সুপরিচিত অ্যাক্টিভিস্ট ও সমাজকর্মী তিস্তা সেতালভাদকে গুজরাট হাইকোর্ট ‘অবিলম্বে আত্মসমর্পণে’র নির্দেশ দিলেও মাঝরাতে এজলাস বসিয়ে সুপ্রিম কোর্ট আপাতত তাকে রেহাই দিয়েছে। হাইকোর্টের নির্দেশে তারা অবাক হয়ে গেছেন বলে জানিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আরও বলেছেন, ‘সেতালভাদ আরও কিছুদিন জামিনে থাকলে কি মাথায় আকাশ ভেঙে পড়ত?’
এর আগে গত ৩০ জুন (শুক্রবার) গুজরাটের হাইকোর্টের...