অগ্নিগর্ভ মণিপুর, একমাত্র নারী মন্ত্রীর বাড়িও জ্বালিয়ে দেয়া হল
অগ্নিগর্ভ মণিপুরে হামলা মন্ত্রীর বাড়িতে। বুধবার মণিপুর মন্ত্রিসভার একমাত্র মহিলা সদস্য কাংপোকপি কেন্দ্রের বিধায়ক নেমচা কিগপেনের বাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। যদিও সেই সময় মন্ত্রী বাড়ি ছিলেন না। ফলে প্রাণে বেঁচে যান। উত্তরপূর্বের রাজ্যে মেইতে-কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে এর আগেও একাধিক বিধায়কের বাড়িতে হামলা তথা আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। বুধবারের ঘটনার পর মনে করা হচ্ছে, রাজ্যের হাই প্রোফাইল মন্ত্রীরাও আর সুরক্ষিত...