বিতর্কিত হয়েও যে কারণে বার বার ক্ষমতায় ফিরেছেন বারলুসকোনি
ইটালির সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির বর্ণাঢ্য ব্যক্তিত্ব ইটালিয়ান ভোটারদের বিশেষভাবে আকর্ষণ করেছিল। যে কারণে তার বিরুদ্ধে দুর্নীতি আর অনৈতিক আচরণের প্রচুর অভিযোগ অগ্রাহ্য করে তারা বার বার তার পেছনে দাঁড়িয়েছে।
চার চারবার তিনি ইটালির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রতিবারই মনে হয়েছিল এবারই বোধহয় তার রাজনৈতিক কেরিয়ার খতম। কিন্তু সমস্ত সন্দেহ আর সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি বারবার ক্ষমতায় ফিরেছেন। কর...