ইরানের দৃষ্টিনন্দন আরাস জিওপার্কের ইউনেস্কো স্বীকৃতির আশা
ইরানের দৃষ্টিনন্দন আরাস জিওপার্ক। প্রায় ১ হাজার ৬৭০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত পার্কটি। গেল মার্চ মাসে নতুন ইউনেস্কো গ্লোবাল জিওপার্ক হিসেবে মনোনীত হয়েছে প্রাকৃতিক এই ভূদৃশ্যটি।
সারা বিশ্বের অন্যান্য ১৮টি জিওপার্কের সাথে একটি সংক্ষিপ্ত তালিকায় আরাসের নাম রয়েছে। তাই পার্কটির জন্য ইউনেস্কো স্বীকৃতির আশা করছে ইরান।
এসব তথ্য জানিয়ে স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ ফরজাদ মির্জাই মঙ্গলবার বলেন, ইউনেস্কো স্বীকৃতি পেলে আরাস জিওপার্ক...