এস্তোনিয়ায় যেভাবে ন্যাটোর ঘুম কাড়ছে ‘ভুতুড়ে’ রুশ যুদ্ধবিমান
ইউক্রেনে রুশ হামলার পর থেকে ন্যাটো সামরিক জোট তাদের পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষার তৎপরতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। লক্ষ্য একটাই : রাশিয়া যেন অন্য কোনো দেশে, বিশেষ করে ন্যাটো জোটের বাল্টিক অঞ্চলের তিনটি দেশ (এস্তোনিয়া, লাতভিয়া এবং লিথুয়ানিয়া) বা পোল্যান্ডে, একইরকম হামলা চালানোর সাহস না করে।
সীমান্তের আকাশে উড়ে যাওয়া সন্দেহজনক রুশ যুদ্ধবিমানকে এস্তোনিয়ায় ন্যাটোর বিমানঘাঁটির ক্রুরা বলে ‘জোম্বি’বা ভুতুড়ে। এটি তাদের কোড-নেম।...