সক্ষম রাশিয়া
জার্মান ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) প্রেসিডেন্ট ব্রুনো কাহল বলেছেন, রাশিয়া ইউক্রেনে ‘দীর্ঘ সময় ধরে’ সামরিক অভিযান চালিয়ে যেতে সক্ষম। ডিপিএ সংবাদ সংস্থা গোয়েন্দা প্রধানকে উদ্ধৃত করে বলেছে, ‘রাশিয়া, আগের মতোই, দীর্ঘ সময় ধরে (তার বিশেষ সামরিক অভিযানে) নেতৃত্ব দিতে সক্ষম। কাহল আরও উল্লেখ করেছেন যে, গোয়েন্দা পরিষেবা দেখতে পাচ্ছে না যে, সংঘাত কোনওভাবে রাশিয়ান রাষ্ট্রের কর্তৃত্বকে নাড়া দিয়েছে। তাস।