চীন ও কাজাখস্তানের প্রেসিডেন্টদের বৈঠক অনুষ্ঠিত
বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সি’আন শহর সফররত কাজখস্তানের প্রেসিডেন্ট কাসেম তোকায়েভের সঙ্গে এক বৈঠক করেছেন। চীন-মধ্য এশিয়া শীর্ষসম্মেলনে অংশ নিতে চীন সফর করছেন প্রেসিডেন্ট তোকায়েভ।প্রেসিডেন্ট তোকায়েভকে আন্তরিক স্বাগত জানান প্রেসিডেন্ট শি। এদিন ছিল প্রেসিডেন্ট তোকায়েভের ৭০তম জন্মদিন। এ উপলক্ষ্যে প্রেসিডেন্ট সি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শি জিনপিং বলেছেন, বিশেষ এ দিনে আপনার চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্কের উচ্চতা প্রতিফলিত করে...