জেলেনস্কি হঠাৎ সউদী আরবে, যোগ দিবেন আরব লীগের সম্মেলনে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্ব ঘোষণা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সউদী আরবে গেছেন। সউদীর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হেদাত জানিয়েছে, আরব লীগের সম্মেলনে বক্তব্য দিতে এসেছেন তিনি। শুক্রবার (১৯ মে) রাজধানী জেদ্দার আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।বিমানবন্দরে নেমেই ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি জানান, সউদীর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে ইউক্রেনের শান্তি ফর্মুলা, ইউক্রেনে বসবাসরত...