সুনাকের সঙ্গে আকস্মিক সাক্ষাতে যুক্তরাজ্যে জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকালে তিনি যুক্তরাজ্যে পৌঁছান। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এক টুইটার পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, ‘সামনা-সামনি আলোচনার জন্য ‘বন্ধু’ ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে আসা। আমাদের আকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাজ্যের এই নেতা। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা...