কান্না ভুলে গেলাম মরা ছেলেটাকে ব্যাগে ভরে
ভারতের পশ্চিমবঙ্গে কালিয়াগঞ্জের মুস্তাফানগরের ডাঙিপাড়ার অসীম দেবশর্মা নামে এক দিনমজুর কাজ করেন কেরালায়। স্ত্রী সাগরীর যমজ সন্তান হয় ৫ মাস আগে। দুই ছেলের অসুস্থতার খবর পেয়ে দিন কয়েক আগে বাড়ি ফিরেন তিনি। অসীমের এক ছেলে দুদিন আগে সুস্থ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবারই তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আরেক ছেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। তার মৃত্যু হয় শনিবার রাতে। রাত...