ভারতের উপর চাপ বাড়ছে! চীন-পাকিস্তানের বিআরআই প্রকল্পের অংশ আফগানিস্তানও
তালেবানশাসিত আফগানভূমে বিপুল বিনিয়োগ করবে চীন। পাকিস্তানের পর এবার আফগানিস্তানও অংশ হতে চলেছে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) প্রকল্পের। ইসলামাবাদে বসে চুক্তি স্বাক্ষরিত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গং। তাদের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তালেবান প্রশাসনের অংশ মৌলবি আমির খান মুত্তাকি।
বেল্ট অ্যান্ড রোড বা বিআরআই প্রকল্প হল পুরনো সিল্ক রুটের আদলে তৈরি হওয়া এশিয়া থেকে ইউরোপ-আফ্রিকা পর্যন্ত বাণিজ্য পথ। যা নতুন...