এস-৪০০ দেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক
তুরস্ক দাবি করেছে, মার্কিন সরকার রাশিয়ায় নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ইউক্রেনকে দেয়ার জন্য আঙ্কারার প্রতি অনুরোধ জানিয়েছিল, কিন্তু তুর্কি সরকার তা প্রত্যাখ্যান করেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু রোববার তার দেশের হাবেরতুর্ক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, ওয়াশিংটন তুরস্কের সিদ্ধান্ত নেয়ার সার্বভৌম ক্ষমতায় অনধিকার চর্চা করতে চেয়েছিল বলে তা প্রত্যাখ্যান করা হয়েছে। চাভুসওগ্লু বলেন, তারা যে প্রস্তাব দিয়েছিল...