প্রবীণের জগিং ট্র্যাক
কোয়েটার একজন সাহসী সিনিয়র সিটিজেন দারুণ কৃতিত্ব দেখিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। কোয়েটার মারিয়াবাদ এলাকার প্রবীণ বাসিন্দা আলী ইয়াওয়ার সাড়ে ৩ বছরের কঠোর পরিশ্রমের পর পাহাড় কেটে ৩ কিলোমিটারের বেশি জগিং ট্র্যাক তৈরি করেছেন।আলী ইয়াওয়ার নামের সাহসী প্রবীণ নাগরিক এ প্রসঙ্গে বলেন, হাঁটতে আসা লোকজনের অসুবিধা দেখে তিনি কাজ শুরু করেন। তিনি বলেন, সাড়ে তিন বছরে কাজের সময় তার হাতে...