কানাডার আলবার্টায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা
কানাডার আলবার্টা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় স্থানীয় সময় শনিবার (৬ মে) এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে প্রাদেশিক কর্তৃপক্ষ। প্রায় ২৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।দাবানল এতোটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, প্রদেশটির এডসন শহরের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। শহরটিতে আট হাজারেরও বেশি মানুষ...