গাজায় ‘জাতিগত নিধন’ চলছে : ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন বলেছেন, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল `জাতিগত নিধন` চালাচ্ছে। ইসরায়েলি চ্যানেল ডেমোক্র্যাটটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বললেন।
মোশে ইয়ালন অধিকৃত পশ্চিম তীর ও গাজায় নেতানিয়াহুর ডানপন্থী সরকারের নীতির সমালোচনা করে বলেন, আমাদের দখলদারিত্ব, সংযুক্তি, জাতিগত নিধনের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
২০১৩-২০১৬ সালে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা ইয়ালন জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড `জাতিগত নিধনের`...