মাস শেষে কানাডা সফরে যাচ্ছেন বাইডেন : হোয়াইট হাউস
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অটোয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা করবেন। চলতি মাসের শেষের দিকে দেশটির সংসদে ভাষণ দেবেন তিনি। বৃহস্পতিবার (৯ মার্চ) হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।মার্কিন প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, `যুক্তরাষ্ট্র-কানাডা অংশীদারিত্বের প্রতি আমেরিকার প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করতে এবং আমাদের ভাগ করা নিরাপত্তা, সমৃদ্ধি ও মূল্যবোধের প্রচার করতে বাইডেন ২৩ ও ২৪ মার্চ কানাডা...