এবার ৯০ দিন আগেও বুক করা যাবে উবারের ক্যাব
কেনাকাটা থেকে ক্যাব বুকিং, এখন সবটাই একটা ক্লিকে। স্মার্টফোন কাছে থাকলে সবটাই হাতের মুঠোয়। তা সত্ত্বেও ক্যাব বুক করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। কারণ, কিছু কিছু সময় বুকিংয়ের চাপ থাকে মারাত্মক। সেই কথা চিন্তা করেই অভিনব সিদ্ধান্ত উবারের।
ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, উবার সংস্থার তরফে একটি ফিচার আনা হচ্ছে, যার নাম ‘উবার রিজার্ভ’। নামটা শুনেই নিশ্চয়ই আন্দাজ...