দর্শকের দিকে ঢিল ছুঁড়ছে দেখেই...
দুষ্টুমি করেছে সন্তান, শাসন করলেন মা। কড়া শাসনের সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেই কার্যত চমকে গিয়েছেন। কারণ এই কা- কোনও মানুষের না। বরং সন্তান এবং মা হলেন চিড়িয়াখানার দুই শিম্পাঞ্জি। মজার ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। যা টুইট করেন ভারতীয় বন বিভাগের জনৈক আধিকারিক। ক্যাপশানে তিনি লেখেন, “শিশু ঢিল ছুড়ছে দর্শকদের দিকে। ওরাও আমাদের মতো। মা-বাবাই বাচ্চাদের...