অ্যাবোটাবাদের হ্যাভেলিয়ানে হামলায় পিটিআই মেয়রসহ নিহত ১০
পাকিস্তানের অ্যাবোটাবাদ জেলার হ্যাভেলিয়ান পৌরসভার লাঙ্গরা গ্রামে প্রতিপক্ষ গোষ্ঠীর হামলায় স্থানীয় পিটিআই নেতাসহ ১০ জন নিহত হয়েছে। গত সোমবারের এই আক্রমণটি ‘টার্গেটেড অ্যাটাক’ ছিল বলে জানিয়েছে পুলিশ।অ্যাবোটাবাদের ডিপিও উমর তুফায়েলের বরাতে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) নেতা ও হ্যাভেলিয়ান তহসিলের মেয়র আতিফ মুনসিফ খান একটি গাড়িতে ভ্রমণ করছিলেন। এ সময় বুলেট এসে গাড়িটির জ্বালানি ট্যাঙ্কে লাগে; এতে...