মাটি খুঁড়ে মিলল পুরোনো গয়না-মুদ্রা
লরেনজো রুইজটারের বয়স ২৭ বছর। বাড়ি নেদারল্যান্ডসে। বয়স যখন ১০ বছর তখন থেকে গুপ্তধনের সন্ধান করছেন লরেনজো। ২০২১ সালে দেশটির উত্তরাঞ্চলীয় ছোট শহর হুগউডে মাটি খুঁড়ে প্রাচীন গুপ্তধনের সন্ধান পেয়েছেন তিনি। ডাচ্ ন্যাশনাল মিউজিয়াম অ্যান্টিকুইটিজ গত বৃহস্পতিবার জানিয়েছে, ডাচ্ ইতিহাসবিদ লরেনজোর খুঁজে পাওয়া মধ্যযুগীয় এসব নিদর্শন হাজার বছরের বেশি পুরোনো। প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ৪টি সোনার কানের দুল, ২টি সোনার...