মার্কিন গোয়েন্দার রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান
জঙ্গি ইস্যুতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে, মার্কিন গোয়েন্দাদের এ রিপোর্টের প্রতিবাদ জানাল পাকিস্তান। জঙ্গিদের মদত দিচ্ছে বলে রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়। বরং পাকিস্তানই সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে, পাকিস্তান বারবার সন্ত্রাসের শিকার হচ্ছে। পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপে ভারতের মদতের উপযুক্ত প্রমাণ তাদের কাছে রয়েছে...