নিজেকে দত্তক ভেবে বাবা-মাকে খুঁজতে গিয়ে দেখলেন বাবা ফেসবুক বন্ধু
জর্জিয়ার নারী তমুনা মুসেরিডজে একদিন স্বপ্নে দেখলেন তাকে দত্তক নেওয়া হয়েছে।ঘুম ভেঙেই তিনি ভারী নিঃশ্বাস ফেললেন এবং তার মাকে ফোন করলেন, যাকে তিনি তার জন্মদাতা মা বলে বিশ্বাস করতেন।তমুনা তখনও জানতেন না,একটি রূপকথার গল্পের মতো কিছু তার জীবনে ঘটতে যাচ্ছে।
এমনকি তিনি ওপাশ থেকে কেমন উত্তর পাবেন সেটা ভাবতেও পারেননি।তার মা চিৎকার করতে শুরু করে সঙ্গে সঙ্গে। চিৎকার করে বলেন- `তিনি...