ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১

সালাম : ভালোবাসার নির্মল সেতুবন্ধন

Daily Inqilab মাওলানা আবরারুয যামান

২১ আগস্ট ২০২৩, ১০:৫৮ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম

মানুষে মানুষে সৌহার্দ ও সম্প্রীতি সৃষ্টি এবং পারস্পরিক ঝগড়া-বিবাদ নিরসনে সালামের গুরুত্ব অপরিসীম। ঝগড়া-ফাসাদ ও পারস্পরিক অমিল মানুষের জীবনকে বিষময় করে তোলে। জীবনের স্বাচ্ছন্দ্যপূর্ণ গতিকে চরমভাবে ব্যাহত করে। অপরদিকে পারস্পরিক মিল-মুহব্বত ও প্রীতি ভালোবাসা মানুষের জীবনকে সুখ ও আনন্দে ভরে দেয়। জীবনের কঠিন মুহূর্তগুলোতেও হৃদয়-মনে শান্তি ও প্রশান্তির শীতল স্পর্শ দান করে। পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার জীবনকে একটি স্ন্দুর ও স্বাচ্ছন্দ্য নিয়মে পরিচালিত করতে চায়। জীবনের কষ্টের দিকগুলোকে এড়িয়ে চলতে চায়, আরাম ও স্বাচ্ছন্দ্যের দিকগুলোকে আপন করে নিতে চায়। এক কথায় মানুষ আরাম চায় এবং শান্তি চায়। তবু তাকে জীবন বাঁচাতে একটি যুদ্ধে নামতে হয়, যাকে বলা হয় জীবন-যুদ্ধ। জীবনকে ধরে রাখার জন্য সংগ্রাম। জীবনের এ অধ্যায়টিতে বিভিন্ন মেজাজের মানুষের সঙ্গে তার চলাফেরা ও উঠা-বসা করতে হয়।

এভাবে মানুষের সঙ্গে তার নিত্যদিনের সম্পর্ক গড়ে ওঠে। সে সম্পর্কের মাঝে সুখ থাকে, দুঃখ থাকে, হাসি থাকে, কান্নাও থাকে। এ সময়ে তার মনের গভীরে লুকায়িত থাকে একটি সুপ্ত আকাক্সক্ষা-সুখ, স্বাচ্ছন্দ্য, নিশ্চয়তা, পরিতৃপ্তি এবং হৃদয় ও আত্মার পরম প্রশান্তি। পৃথিবীর যত জ্ঞানী-গুণী, সর্বসম্মত বক্তব্য, সেই সুখ-স্বাচ্ছন্দ লাভের একমাত্র উপায় হলো পারস্পরিক সৌহার্দ, সম্প্রীতি ও ভালোবাসা।

প্রশ্ন হলো, এই সৌহার্দ ও সম্প্রীতি কীভাবে সৃষ্টি হবে? সৃষ্টি হওয়ার পর একে ধরে রাখার মাধ্যমটি কী হবে? ইসলামে নবী এবং মানবতার নবী বিশ্বশান্তির অগ্রদূত সায়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)-এর কণ্ঠে শুনুন এর সহজ সমধান : আমি কি তোমাদেরকে এমন একটি আমল শিক্ষা দিব না যা করলে তোমরা একে-অপরকে ভালোবাসতে শিখবে? শোন, তোমরা সালামের প্রসার ঘটাবে।

নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)-এর এ হাদিসের মধ্য দিয়ে পৃথিবীর মানুষ লাভ করল বিশ্ব শান্তির এক অনন্য সাধারণ অমোঘ ব্যবস্থা। কেননা সালাম মানুষকে মানুষের সঙ্গে প্রগাঢ় বন্ধনে আবদ্ধ করে। সালাম মানুষের হৃদয় ও আত্মার গভীরে শান্তির শীতল স্পর্শ দান করে। সমাজবদ্ধ জীবনে শান্তি ও সমৃদ্ধির মূল শক্তিই তো হলো এই বন্ধন, আত্মার সাথে আত্মার প্রগাঢ় সম্মিলন।

ইতিহাসের যে সময়টিতে একজন মহান মানবের কণ্ঠে ঘোষিত হয়েছিল সালামের এমন বিস্ময়কর জাদুকরি প্রভাবের কথা, সে সময় সে মহামানবের সান্নিধ্যধন্য মানুষগুলো বিপুল আবেগও উদ্যমের সঙ্গে সে আহ্বানে সাড়া দিয়েছিলেন। নবীজি ঘোষণা দিলেন, ‘তোমরা সালামের প্রসার ঘটাও’ অমনি সাহাবায়ে কেরামের মধ্যে শুরু হয়ে গেল চূড়ান্ত প্রতিযোগিতা, কে কার আগে সালাম দিতে পারে। সালামের প্রসারে কে কার চেয়ে এগিয়ে থাকতে পারে। নবীজির এই বাণী সাহাবায়ে কেরামের জীবনে আপন মহিমায় মূর্ত হয়ে উঠেছিল।

তাই তাঁদের জীবন ছিল এমন সুন্দর সুশোভিত। এমন প্রোজ্জ্বল, আলোকিত, প্রস্ফুটিত। তাই তাঁদের জীবনে ঘটেছিল সৌহার্দ ও সম্প্রীতির বিস্ময়কর অনেক ঘটনা। তাই তারা মানুষকে ভালোবাসতে পেরেছিলেন হৃদয় ও মন সবটুকু উজাড় করে দিয়ে। তাই তাঁরা সৃষ্টি করতে পেরেছিলেন ভাইয়ের জন্য ভাইয়ের স্বার্থত্যাগ ও আত্মত্যাগের বিরল ও বিস্ময়কর ইতিহাস। তাঁরা পরস্পরকে ভালোবাসতেন।

ভালোবাসার নিবিড় উৎস থেকে উৎসারিত হতো তাঁদের সালাম। কিংবা বলা যায়, তাঁরা পরস্পরকে সালাম দিতেন, সালামের শব্দ ও মর্মের গভীর উৎস থেকে জন্ম নেওয়া তাদের সৌহার্দ, সম্প্রীতি তাঁদের সমাজকে এমন স্বর্ণসমাজে পরিণত করেছিল। তাঁদের সে নির্মল নিষ্কলুষ ভালোবাসাই তাঁদের জীবনকে এমন বিস্ময়কর আদর্শিক উচ্চতায় মহিয়ান করেছিল।

তাঁরা সবাই একে-অপরকে সালাম দিতেন। তাঁদের সালাম কোনো গ-ির ভিতর সীমাবদ্ধ ছিল না। তাঁদের সালাম সামাজিক শ্রেণি বিন্যাসের অদৃশ্য আইনের আওতাভুক্ত ছিল না। তাঁদের সালাম স্রেফ পরিচিত মহলের মাঝেই আবদ্ধ ছিল না। তাঁরা সালাম দিতেন সকলকে। ছোট বড়, পরিচিত-অপরিচিত সবাইকে। তাঁরা সালাম দিতেন আমীরকে। তাঁরা সালাম দিতেন গরীবকে। কেননা তাঁরা শুনেছিলেন তাঁদের নবীর কণ্ঠে : ‘সালাম দাও যাকে চেন তাকে, যাকে চেন না তাকেও।’ তাঁরা শুনেছিলেন নবীজির কণ্ঠে : ‘আরোহী সালাম দিবে পথচারীকে, পথচারী সালাম দিবে বসা ব্যক্তিকে, স্বল্প সংখ্যক সালাম দিবে অধিক সংখ্যককে’।

আমাদের সমাজে সালামের প্রচলন নেই, এমন নয়, আছে। ভালোই আছে। এটা বড়ই তৃপ্তির কথা এবং আনন্দের বিষয়। ইসলামী আদর্শের অনেক কিছু আমাদের কর্মের অঙ্গন থেকে হারিয়ে গেছে। এর মাঝে সালামের আদর্শটি যে টিকে আছে এটা অবশ্যই সুখের বিষয়।

তবে যে বিষয়টা দুঃখ দেয় এবং মনকে দারুণভাবে আহত করে তা এই যে, সালামকে আমরা সুন্নতে নববীর অবস্থান থেকে সরিয়ে এনে অনেকটা ‘ফ্যাশনের’ পর্যায়ে কিংবা স্রেফ সামাজিক সাধারণ আচরণের পর্যায়ে নামিয়ে এনেছি। যার ফলে যেখানে সালামকে সামাজিক শিষ্টাচার মনে করি সেখানে সালাম দেই। আল্লাহর কাছে দুয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রাসূলের প্রতিটি সুন্নত চূড়ান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করার তাওফিক দান করেন। আমীন।


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আপন অস্তিত্ব রক্ষার স্বার্থে করণীয়-২
আপন অস্তিত্ব রক্ষার স্বার্থে করণীয়-১
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
ভালো কাজে দেরি করা উচিত নয়-২
ভালো কাজে দেরি করা উচিত নয়-১
আরও

আরও পড়ুন

অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প ,বাইবেলে হাত না রেখেই শপথ

অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প ,বাইবেলে হাত না রেখেই শপথ

এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি

এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি

ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ

ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ

আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন

আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন

যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২

যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা

মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা

কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও

কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর