সালাম : ইসলামের অনুপম অভিবাদন পদ্ধতি-২

Daily Inqilab মাওলানা আবু তাহের রাহমানী

০১ মে ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ০১ মে ২০২৪, ১২:০৯ এএম

আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম তাঁকে সালামের শিক্ষাদান করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে : আল্লাহ তাআলা হযরত আদম (আ.)-কে সৃষ্টি করলেন। তাঁর দেহের দৈর্ঘ্য ছিল ষাট হাত। সৃষ্টি করার পর তাঁকে নির্দেশ দিয়ে বললেন, তুমি যাও এবং ফিরিশতাগণের ওই জামাতটিকে সালাম দাও। তারা তোমার সালামের জবাব কী দিয়ে দেন তা তুমি মনোযোগ দিয়ে শুনবে। এটাই হবে তোমার ও তোমার বংশধরের অভিবাদন-পদ্ধতি। তিনি গিয়ে ফিরিশতাগণকে সালাম দিলেনÑ ‘আসসালামু আলাইকুম’। তাঁরা জবাবে বললেনÑ ‘আসসালামু আলাইকা ওয়া রহমাতুল্লাহ’। তাঁরা ‘ওয়া রহমাতুল্লাহ’ বাক্যটি বৃদ্ধি করেন। (সহীহ বুখারী : ৩৩২৬-৬২২৭)।

এ হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল, সালাম শুধু মুসলমানদের পারস্পরিক অভিবাদন পদ্ধতিই নয়; বরং মানবজাতির প্রথম অভিবাদনের ভাষাও সালাম। জান্নাতে জান্নাতীরা একে অপরকে অভিবাদন জানাবে সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা কুরআন কারীমে ইরশাদ করেছেন : জান্নাতে জান্নাতীদের পারস্পরিক অভিবাদনের ভাষা হবে ‘সালাম’। (সূরা আহযাব : ৪৪)।

হাদিসের ভাষ্য মতে, আল্লাহ তাআলা উম্মুল মুমিনীন খাদিজাতুল কুবরা (রা.)-এর প্রতি বিশেষ সম্মানার্থে তাঁকে সালাম শব্দে সম্ভাষিত করেছেন। ফিরিশতাগণের পারস্পরিক অভিবাদনের ভাষাও সালাম। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল (সা.) উম্মুল মুমিনীন আয়েশা (রা.)-কে উদ্দেশ্য করে বলেছেন : এ হলেন জিবরীল, তিনি তোমাকে সালাম বলেছেন। -সহীহ বুখারী, হাদিস ৩২১৭; সহীহ মুসলিম, হাদিস ২৪৪৭; জামে তিরমিযী, হাদিস ৩৮৮২।

নবীজী (সা.) প্রবর্তিত সালামের এ সর্বজনীন বিধানটি ইসলামের একটি অতি গুরুত্বপূর্ণ শিআর বা নিদর্শন। সালামের মাধ্যমেই মুসলিম ও অমুসলিমের মধ্যে তথা মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য নির্ধারিত হয়। কুরআন কারীমে ইরশাদ হয়েছে : কেউ তোমাদেরকে সালাম দিলে পার্থিব জীবনের সম্পদ লাভের প্রত্যাশায় তাকে বলো না- তুমি মুমিন নও। (সূরা নিসা : ৯৪)। এ আয়াতাংশ থেকে স্পষ্ট হয়ে যায়, সালাম মুমিনের অন্যতম শিআর বা নিদর্শন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন : পরিচিত-অপরিচিত নির্বিশেষে প্রতিটি মুসলিমকে সালাম দাও। (সহীহ বুখারী : ১২)। শুধু পরিচিত মুখ দেখে সালাম দেয়া অসঙ্গত। পরিচিত-অপরিচিত সকলকেই আমরা সালাম দেব।

আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন : তোমরা দয়াময় আল্লাহর ইবাদত কর, মানুষকে আহার করাও এবং সালামের বিস্তার ঘটাও, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। (জামে তিরমিযী : ১৮৫৫)। আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ (সা.) তিনটি নেক আমল বা সৎকর্মের উপদেশ দিয়েছেন। উক্ত তিনটি আমল যে কাজে পরিণত করবে তার জন্য জান্নাতের মহা সুসংবাদ রয়েছে। ক. আল্লাহ রাব্বুল আলামীনের ইবাদত করা। আল্লাহ তাআলার যে বিশেষ হক বা অধিকার বান্দার ওপর আরোপিত হয়েছে, যে জন্য তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তা হলো বান্দা শুধু তাঁরই ইবাদত করবে। শুধু তাঁকেই উপাস্যরূপে গ্রহণ করে নেবে। জীবনের সকল ক্ষেত্রে তাঁর হুকুম ও বিধানের সামনে আত্মসমর্পণ করবে।

খ. অপরকে আহার করানো। নিঃস্ব-দরিদ্র, অসহায়-অভাবগ্রস্ত ও ক্ষুধা-পিপাসাক্লিষ্টকে ইখলাস ও একনিষ্ঠতার সাথে আহার দান করবে। বন্ধুবান্ধব, আপনজন, আত্মীয়-স্বজন ও আল্লাহর নেক বান্দাদেরকে সামর্থ্য অনুযায়ী আন্তরিকতাপূর্ণ মেহমানদারি করবে। এর মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক স্থাপিত হবে, পারস্পরিক সম্প্রীতি ও ভালবাসা গভীর থেকে গভীরতর হবে। সংকীর্ণ মানসিকতা ও কৃপণতার ন্যায় ঘৃণিত মনোবৃত্তি দূরীকরণে এটি একটি অত্যন্ত ফলপ্রসূ ব্যবস্থা।

গ. পারস্পরিক সাক্ষাতকালে সালাম বিনিময় করা। সালাম ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, আল্লাহ তাআলা নির্দেশিত একটি সারগর্ভ দুআও এটি। উল্লিখিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) পারস্পরিক সালাম বিনিময়ের এ বিধানটি সমাজ জীবনে ব্যাপকভাবে বিস্তার ঘটানোর নির্দেশ দিয়েছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন : তোমরা জান্নাতে প্রবেশ করবে না, যে পর্যন্ত না তোমরা পূর্ণাঙ্গ মুমিন হবে। তোমরা পূর্ণাঙ্গ মুমিন হবে না, যে পর্যন্ত না তোমাদের পরস্পরের মধ্যে ভালবাসা সৃষ্টি হবে। আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলব না, যা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালবাসা সৃষ্টি হবে। তা হলো, তোমরা সালামের বিস্তার ঘটাবে। (সহীহ মুসলিম : ৫৪)।

এ হাদিস থেকে স্পষ্টভাবে জানা গেল, পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য মুসলমানদের পারস্পরিক মহব্বত ও ভালবাসা অতি আবশ্যক। রাসূলুল্লাহ (সা.) আলোচ্য হাদিসে অত্যন্ত গুরুত্ব ও দৃঢ়তার সাথে বলেছেন, দুই মুসলমান পারস্পরিক সাক্ষাতকালে একে অপরকে সালাম দেয়া ও সালামের জবাব দানের মাধ্যমে এ মহব্বত ও ভালবাসা সৃষ্টি হয়। আর পারস্পরিক মহব্বত ও ভালবাসা সৃষ্টির ফলেই ঈমান পূর্ণতায় পৌঁছে।

মোটকথা, মুসলমানদের পারস্পরিক সম্ভাষণে ব্যবহৃত ‘আসসালামু আলাইকুম’ বাক্যটি এমন এক সর্বজনীন ও পবিত্রতম বাক্য, যা দ্বারা আল্লাহ তাআলা, তাঁর ফিরিশতাকুল এবং আদিপিতা আদম (আ.) অভিবাদন জানিয়েছেন। জান্নাতে জান্নাতীদেরও পারস্পরিক সম্ভাষণের ভাষা হবে সালাম।


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশকে  'ঐতিহাসিক লজ্জা' দিল যুক্তরাষ্ট্র

ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশকে 'ঐতিহাসিক লজ্জা' দিল যুক্তরাষ্ট্র

৪ভাগে বিভাক্ত কেশবপুরের আওয়ামী লীগ,১৫বছর পর এক মঞ্চে

৪ভাগে বিভাক্ত কেশবপুরের আওয়ামী লীগ,১৫বছর পর এক মঞ্চে

গাজায় ইসরায়েলি হামলায় ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু ডিসেম্বরে

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু ডিসেম্বরে

ইনোভেশন প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী নির্বাচন অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী

ইনোভেশন প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী নির্বাচন অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী

কে এম হাবীব জামানের ৩য় মৃত্যুবার্ষিকী কাল

কে এম হাবীব জামানের ৩য় মৃত্যুবার্ষিকী কাল

কক্সবাজার ও নাইক্ষংছড়ির চার উপজেলায় নির্বাচন সম্পন্ন -রাজু, সাঈদী, তালেব ও তোফায়েল চেয়ারম্যান নির্বাচিত

কক্সবাজার ও নাইক্ষংছড়ির চার উপজেলায় নির্বাচন সম্পন্ন -রাজু, সাঈদী, তালেব ও তোফায়েল চেয়ারম্যান নির্বাচিত

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দু’নেতার সমর্থকদের সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দু’নেতার সমর্থকদের সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের শাহাদাত: ইরানের সর্বোচ্চ নেতার শোকবার্তা

ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের শাহাদাত: ইরানের সর্বোচ্চ নেতার শোকবার্তা

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাছির উদ্দীন, ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী বিউটি হোসেন

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাছির উদ্দীন, ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী বিউটি হোসেন

স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় অভিনিবেশ ও কর্মস্পৃহা সভা আগামীকাল

স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় অভিনিবেশ ও কর্মস্পৃহা সভা আগামীকাল

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়াতে চিঠি দেওয়া হয়েছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়াতে চিঠি দেওয়া হয়েছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বৈধতা না দিলেও আইসিসি’কে শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করে যুক্তরাষ্ট্র: রাশিয়ান রাষ্ট্রদূত

বৈধতা না দিলেও আইসিসি’কে শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করে যুক্তরাষ্ট্র: রাশিয়ান রাষ্ট্রদূত

বিরলে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

বিরলে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

তুরস্কের ড্রোন যেভাবে রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায়

তুরস্কের ড্রোন যেভাবে রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায়

চুয়াডাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে দন্ডাদেশ ও জরিমানা

চুয়াডাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে দন্ডাদেশ ও জরিমানা

যুক্তরাষ্ট্রে গাড়ি উলটে ৩ ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে গাড়ি উলটে ৩ ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থীর মৃত্যু

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দু’নেতার সমর্থকদের সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দু’নেতার সমর্থকদের সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট

সোনাগাজী ও কোম্পানীগঞ্জবাসীর চরম ভোগান্তি

সোনাগাজী ও কোম্পানীগঞ্জবাসীর চরম ভোগান্তি